এতদিন পর্যন্ত আমরা সকলে ইন্টারনেটের মাধ্যমে বিপুল আয়ের প্রচুর বিজ্ঞাপন দেখে এসেছি ৷ কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই ভুয়ো ৷ কিন্তু এবার ইন্টারনেটের মাধ্যমে রোজগারের ব্যবস্থা করে দিতে এগিয়ে এসেছে মোদি সরকার ৷
নতুন এই পদক্ষেপে এবার থেকে বাড়িতে বসেই বিপুল পরিমাণ আয় করতে পারবেন যুবক যুবতীরা ৷ এর জন্য কেবল কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন লাগবে ৷ মূলত এটি হচ্ছে ডেটা এন্ট্রির কাজ ৷ যত টাইপ করবেন তত টাকা রোজগার করার সুয়োগ পাবেন ৷
advertisement
আসল বিষয়টি হচ্ছে ক্ষমতায় আসার পর থেকেই ডিজিটাল ইন্ডিয়া গড়ার পথে একের পর এক নতুন পদক্ষেপ নিয়ে এসেছে মোদি সরকার ৷ সেই কারণেই বিভিন্ন সরকারি নথির ডিজিটাইজেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ একটি সেন্ট্রাল সার্ভারে সরকারের সমস্ত নথি ডিজিটাল ডকুমেন্ট হিসেবে রাখাই হচ্ছে তাদের লক্ষ্য ৷ ‘ডিজিটাল ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে শুরু হয়েছে ‘ডিজিটাইজ ইন্ডিয়া প্ল্যাটফর্ম’ বা DIP। যুবক যুবতীরা সরকারি নথি থেকে ‘ডেটা এক্সট্র্যাক্ট’ করলে বিপুল টাকার রোজগার করার সুবিধা ৷
এর জন্য https://digitizeindia.gov.in/signup ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করতে হবে। আপনার পুরো নাম, জন্মতারিখ, ইমেল, মোবাইল ও আধার নম্বর, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর দিতে হবে ৷ অ্যাকাউন্ট খুলে যাবে ৷ এরপর ভেরিফিকেশন করার পর ড্যাশবোর্ড খুলে যাবে ৷ সেখানে আপনাকে ডেটা এন্ট্রি করতে হবে ৷ এরপর আপনার কাজ ‘অ্যাপ্রুভ’ হলে পয়েন্টস জমা হবে ৷ ২৫০০ রিওয়ার্ড পয়েন্টস মানে ৫০ টাকা ৷ অথার্ৎ মাসে আনুমানিক আপনি ৭ থেকে ৮ হাজার টাকা আয় করতে পারবেন ৷