এই অভিযান চালানো হয় কোন্ধওয়া থানার অধীনে কাকাড়ে বস্তি, কোন্ধওয়া এলাকায়। অভিযানের নেতৃত্ব দেন API আফরোজ পাঠান, তাঁর সঙ্গে ছিলেন ডিটেকশন ব্রাঞ্চ (DB)-এর একটি দল। তল্লাশি চালিয়ে পুলিশ বিভিন্ন সংস্থার মদের বোতল উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৫ হাজার ৯০০ টাকা। পাশাপাশি ১ কোটি ৮৫ লক্ষ ৯৫ হাজার টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমর কৌর ওরফে মাদ্রিকৌর দাদাসিং জুনা, দিলদার সিং দাদাসিং জুনা এবং দেবশ্রী জুনা সিং—এই তিনজন বেআইনি ভাবে মদ বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। তিনজনকেই জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
তদন্তের সময় অভিযুক্তদের কাছ থেকে কিছু নগদ টাকা উদ্ধার হওয়ার পর পুলিশ আমর কৌরের বাড়িতে তল্লাশি চালায়। সেখানে শোওয়ার ঘরের আলমারির বিভিন্ন খোপে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। বাড়ি থেকে মোট ১ কোটি ৮৫ লক্ষ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পঞ্চনামা তৈরি করে সমস্ত নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। টাকার উৎস এবং বেআইনি মদ চক্রের বিস্তার সম্পর্কে জানতে তদন্ত চলছে।
