TRENDING:

Chennai News: অসম্ভব কাজের চাপ! সামলাতে না পেরে চরম সিদ্ধান্ত নিলেন চেন্নাইয়ের এই যুবক

Last Updated:

ঘটনার দিন তাঁর স্ত্রী থিরুনাল্লুর মন্দিরের উদ্দেশে রওনা হন। এই মন্দিরটি চেন্নাই শহর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। সোমবার তাঁর দুই সন্তানকে নিজের মায়ের বাড়িতে রেখেই মন্দিরে যান কার্তিকেয়নের স্ত্রী। বৃহস্পতিবার, বাড়ি ফিরে এসে দরজায় ধাক্কা দিয়েও সাড়া পাননি তিনি। অতিরিক্ত চাবি দিয়ে দরজা খোলার পর কার্তিকেয়নের তার জড়ানো দেহ উদ্ধার করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই: কাজের চাপ না সামলাতে না পেরে নিজের জীবন শেষ করে দিলেন বছর ৩৮-এর এক যুবক। এমনই মর্মান্তিক ঘটনা ঘটল চেন্নাইতে। জানা গিয়েছে, বছর ৩৮-এর যুবক কার্তিকেয়ন বহুদিন ধরেই ডিপ্রেশনে ভুগছিলেন। পুলিশের মতে, কার্তিকেয়ন নিজেকে ইলেকট্রিক শক দিয়ে শেষ করে দেন। বৃহস্পতিবার তাঁর স্ত্রী কার্তিকেয়নের তার জড়ানো দেহ উদ্ধার হয়।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

মূলত থেনি জেলার বাসিন্দা কার্তিকেয়ন চেন্নাইতে নিজের স্ত্রী এবং দুই সন্তানের সঙ্গে থাকতেন।

আরও পড়ুন: ভাষা সমস্যায় জামিন পেলেন অনুব্রত? আদালতের নির্দেশে সামনে এল অবাক করা কারণ

ঘটনার দিন তাঁর স্ত্রী থিরুনাল্লুর মন্দিরের উদ্দেশে রওনা হন। এই মন্দিরটি চেন্নাই শহর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। সোমবার তাঁর দুই সন্তানকে নিজের মায়ের বাড়িতে রেখেই মন্দিরে যান কার্তিকেয়নের স্ত্রী। বৃহস্পতিবার, বাড়ি ফিরে এসে দরজায় ধাক্কা দিয়েও সাড়া পাননি তিনি। অতিরিক্ত চাবি দিয়ে দরজা খোলার পর কার্তিকেয়নের তার জড়ানো দেহ উদ্ধার করা হয়।

advertisement

আরও পড়ুন: সীমান্ত দিয়ে ভারতে পাচারের ছক! ৯০০ কিলো ইলিশ বাজেয়াপ্ত করল বাংলাদেশ

ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিছুদিন আগেই আর্নেস্ট অ্যান্ড ইয়ং কোম্পানির এক ২৬ বছরের কর্মী পেশায় চার্টার্ড অ্যাকাউটেন্ট কাজের চাপ সামলাতে না পারে আত্মহত্যা করেন। এই ঘটনায় বিচলিত হয়ে পড়েছিলেন অনেকেই। কাজের চাপ কতটা সর্বগ্রাসী হয়ে উঠছে তা ফের প্রমাণ করলেন চেন্নাইয়ের এই যুবক।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Chennai News: অসম্ভব কাজের চাপ! সামলাতে না পেরে চরম সিদ্ধান্ত নিলেন চেন্নাইয়ের এই যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল