সন্ত্রাসবাদের ‘পোস্টার বয়’ বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে উত্তপ্ত কাশ্মীর উপত্যাকা ৷ বিচ্ছিন্নতাবাদীদের উস্কানিতে তরুণ জঙ্গির মৃত্যুতে একাধিক মানুষ সামিল হন বিক্ষোভ-প্রতিবাদে ৷ পুলিশ ও নিরাপত্তাবাহিনীদের উদ্দেশ্য করে ছোঁড়া হয় ইট-পাটকেল ৷ সমগ্র কাশ্মীর জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভের আগুন ৷ বিক্ষোভকারীদের দমন করতে পুলিশের তরফ থেকে ছোঁড়া হয় কাঁদানে গ্যাস ৷ সেই কাঁদানে গ্যাসের প্রভাবেই চোখের সমস্যায় ভুগছে বিক্ষোভকারীরা ৷
advertisement
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ছোঁড়া কাঁদানে গ্যাসের পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার শতাধিক বিক্ষোভকারী কাশ্মীরি ৷ হাই অ্যালার্ট জারি করা কাশ্মীরের হাসপাতালে প্রতিদিন চোখের সমস্যা নিয়ে হাজির হওয়া মানুষের সংখ্যা বেড়েই চলেছে ৷
সমস্যার সমাধানে কেন্দ্র দিল্লি থেকে কাশ্মীরে রেটিনা সার্জেন্ট পাঠাচ্ছে ৷ রাজ্যের মানুষদের স্বাস্থ্যের কথা ভেবে কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি কেন্দ্রের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন ৷ মেহবুবা মুফতির আবেদনে সায় দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জে পি নাড্ডা দিল্লি থেকে চিকিৎসকদের বিশেষ প্রতিনিধিদল পাঠানোর ব্যবস্থা করেছেন ৷
হিজাবুল মুজাহিদ্দিনের কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পাঁচদিন পরেও বিদ্রোহের আগুন ঠান্ডা হয়নি ৷ পাম্পোরে ও কুপওয়াড়া-সহ এখনও বেশ কয়েকটি জায়গায় জারি রয়েছে কার্ফু ৷ অন্যদিকে, কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীরা বনধের মেয়াদ বাড়ল ৷ ১৫ জুলাই পর্যন্ত বনধের ডাক দিয়েছেন বিচ্ছিন্নতাবাদীরা ৷ প্রয়োজনীয় নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার ৷ কিছু জায়গায় কার্ফু তুলে নেওয়া হলেও সাধারণ মানুষের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে ৷
জনতা-পুলিশ সংঘর্ষে এখনও পর্যন্ত মারা গিয়েছে ৩৪ জন ৷ আহতের সংখ্যা প্রায় হাজার ৷ মৃতদের মধ্যে একজন পুলিশকর্মীও রয়েছেন বলে খবর ৷