TRENDING:

Dual Drug System : ডায়াবেটিস এবং ক্যানসারের জন্য এক ওষুধের নিদান! ভারতীয় গবেষকের দৌলতে ডুয়াল ড্রাগ সিস্টেম

Last Updated:

Dual Drug System : সারা বিশ্বে প্রায় ৪৬৩ মিলিয়ন মানুষ এখন গুরুতর ডায়াবেটিসে ভুগছে। বিশ্বব্যাপী এই মহামারীকে যথেষ্ট গুরুত্ব না দিলে বা নিয়ন্ত্রণ করা না হলে এই সংখ্যা বেড়ে ৭০০ মিলিয়নে পৌঁছবে শীঘ্রই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাদোদরা: গুজরাতের ভাদোদরা শহরের মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. অঞ্জলি পটেল এবং তাঁর গবেষক ছাত্রী দেবত্রয়ী দাশগুপ্ত এক নতুন আবিষ্কারের পথে এগোচ্ছেন। তাঁদের গুরুত্বপূর্ণ গবেষণা গ্রিস আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপিত হবে। অধ্যাপক ডা. অঞ্জলি পটেল এমন এক ওষুধের বিষয়ে গবেষণা করেছেন যা ডায়াবেটিস প্রতিরোধ করে এবং ক্যানসারের ঝুঁকি কমায়।
ডায়াবেটিস এবং ক্যানসারের জন্য এক ওষুধের নিদান খুঁজছেন ভারতীয় গবেষক
ডায়াবেটিস এবং ক্যানসারের জন্য এক ওষুধের নিদান খুঁজছেন ভারতীয় গবেষক
advertisement

ডায়াবেটিস মেলিটাস টাইপ ২ (DMT2) এমন এক রোগ যা, যেকোনও সময় তা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করতে পারে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, সারা বিশ্বে প্রায় ৪৬৩ মিলিয়ন মানুষ এখন গুরুতর ডায়াবেটিসে ভুগছে। বিশ্বব্যাপী এই মহামারীকে যথেষ্ট গুরুত্ব না দিলে বা নিয়ন্ত্রণ করা না হলে এই সংখ্যা বেড়ে ৭০০ মিলিয়নে পৌঁছবে শীঘ্রই।

advertisement

গবেষকরা দেখেছেন, ডিএমটি ২ এবং ক্যানসারের মধ্যে একটি আশ্চর্যজনক দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। ডিএমটি ২ ক্যানসার বৃদ্ধি করতে পারে। সাম্প্রতিক গবেষণা থেকে বোঝা যাচ্ছে, ক্যানসার এবং অ্যান্টি-ডায়াবেটিক ওষুধের মধ্যে কিছু সংযোগ রয়েছে।

একটি সমীক্ষায় দেখা গিয়েছে, দীর্ঘমেয়াদে অ্যান্টি-ডায়াবেটিক ওষুধ ব্যবহার করলে ডিএমটি ২ রোগীদের ক্যানসারের ঝুঁকি কমতে পারে। কিছু অ্যান্টি-ডায়াবেটিক ওষুধ যেমন গ্লিক্লাজাইড এবং গ্লিবেনক্লামাইড বা গ্লিপিজাইড একত্রে গ্রহণ করলে ক্যানসারের ঝুঁকি কমতে পারে।

advertisement

অধ্যাপক ড. অঞ্জলি পটেল এবং তাঁর গবেষক ছাত্রী দেবত্রয়ী দাশগুপ্ত জানান, গ্লিপিজাইডের নিয়ন্ত্রিত ব্যবহার এবং এর ক্যানসার প্রতিরোধী কার্যকলাপ পরীক্ষা করার জন্য তাঁরা সিলিকা ন্যানো পার্টিকেলগুলির উপর ভিত্তি করে একটি ড্রাগ ডেলিভারি সিস্টেম ডিজাইন করেছেন। গ্লিপিজাইড হল একটি অ্যান্টি-ডায়াবেটিক ওষুধ যা শরীরের প্রাকৃতিক ইনসুলিন নিঃসরণ করে রক্তে শর্করার পরিমাণ কমায়। এটি কিডনির ক্ষতি, অন্ধত্ব এবং স্নায়বিক সমস্যা প্রতিরোধে সাহায্য করে।

advertisement

আরও পড়ুন: ‘জওয়ান’-এর কলরবেই কলকাতায় ‘শাহরুখ খান’! ব্যান্ডেজ বেঁধে ছবির সংলাপ আওড়ালেন আরেক খান

তাঁদের দাবি, গবেষণায় দেখা গিয়েছে পরিকল্পিত নিয়ন্ত্রিত ওষুধ দেওয়া হলে, শুধু ডায়াবেটিক সমস্যা থেকে মুক্তিই নয়, বরং সম্ভাব্য ক্যানসার প্রতিরোধী কার্যকলাপও দেখা যেতে পারে। লিভার ক্যানসার সেল লাইনে এমটিটি অ্যাস ব্যবহার করে ৬৩ শতাংশ পর্যন্ত প্রভাব লক্ষ্য করা গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এথেকে বোঝা যায়, গ্লিপিজাইড ক্যানসার কোষকে মেরে ফেলতে পারে। তবে এই গবেষণার উপর বিশদ অধ্যয়ন করা প্রয়োজন রয়েছে এখনও। এই গবেষণাপত্র গ্রিসের আইএসএল ফোর্থ এবং হেলেনিক মেডিটারেনিয়ান ইউনিভার্সিটি দ্বারা আয়োজিত ন্যানোটেকনোলজি অ্যান্ড বায়ো ন্যানোসায়েন্স (NANO BIO) বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন করা হবে। আগামী ১১ থেকে ১৫ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Dual Drug System : ডায়াবেটিস এবং ক্যানসারের জন্য এক ওষুধের নিদান! ভারতীয় গবেষকের দৌলতে ডুয়াল ড্রাগ সিস্টেম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল