ভাবছেন কে এই কবিতা? আসুন এক স্বপ্নের রাজ্য নিয়ে যাই আপনাদের ৷ যার শুরু দিল্লির এক বস্তি এলাকা থেকে ৷ রাম বাহাদুর ও শ্রীমতি উষা দেবী-র ১৭ বছরের মেয়ে কবিতা ৷ ভাই-বোন মিলে তাঁরা মোট ৫ জন ৷ মা-বাবাকে নিয়ে পরিবারে সদস্য সংখ্যা ৮ ৷ কবিতার বাবা রাম বাহাদুর রাস্তার ধারে একটি দোকান চালায় ৷ কবিতার মা উষা দেবী নানা বাড়িতে রান্নার কাজ করে ৷ মা-বাবার উপার্জন মিলিয়ে ৮ হাজার টাকা প্রতিমাসে ৷ স্বচ্ছল নয় পরিবার ৷ তবে কবিতার স্বপ্ন দেখাতে বাধা দেয়নি তাঁর মা, বাবা, ভাই, বোনেরা ৷ বরং সঙ্গে থেকেছে ৷
advertisement
কবিতার স্বপ্নটা কি? গোটা দুনিয়ার নজর কেড়ে নিয়েছিল মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ৷ সারা বিশ্বের কাছে তুলে ধরেছিল মেয়েদের অন্যরূপ ৷ সেই মিতালিকে সামনে রেখেই স্বপ্ন দেখছে দিল্লির শাহবাদ ডেয়ারির মেয়ে কবিতা ৷ আর তাঁর এই স্বপ্ন পূরণে প্রথম থেকে পাশে এসে দাঁড়িয়েছে CRY ৷
সময়টা ২০১৫ ৷ বড়দিনের সন্ধে ৷ CRY -এর সদ্যসরা খেলছিলেন নিজেদের মতোই ৷ হঠাৎ তাঁদের আলাপ কবিতার সঙ্গে ৷ প্রথম থেকেই কবিতার চোখে অন্যরকম চাউনি লক্ষ্য করেছিল CRY -এর সদস্যরা ৷ আর সেখান থেকেই পথ চলা শুরু ৷ CRY -এর ‘সক্ষম’ সদস্যদের আয়োজিত খেলায় অংশ নিতে থাকে কবিতা৷ ক্রিকেটই যে তাঁর স্বপ্ন তা ধরা খুব সহজেই পড়েছিল ৷
কাকভোরে ঘুম থেকে উঠে পড়ে কবিতা ৷ তারপর ঘরের কাজ সেরে স্কুল ৷ বিকেল হলেই CRY -এর সদস্যদের সঙ্গে প্র্যাকটিস ৷ নতুন মহিলা দল তৈরি করতে চায় কবিতা ৷ আপাতত, এটাই তাঁর সবচেয়ে প্রিয় স্বপ্ন !
এলাকার লোকে বাঁকা চোখে তাকায় কবিতার দিকে ৷ মেয়ে হয়ে ক্রিকেট ! নানা সামলোচনা, নানা কটূক্তি৷ তবে এই সব কিছুকেই কাটিয়ে স্বপ্নের দিকে এগিয়ে চলেছে কবিতা ৷ সুযোগ পেলেই নিজের এলাকার বাচ্চাদের খেলার ছলে শিখিয়ে দিচ্ছেন সমাজ পরিবর্তনের মন্ত্র ৷ এই না হলে অন্য দুর্গার মতো কাজ ! অস্ত্র নয়, ব্যাট হাতেই নতুন পথের নির্দেশ দিচ্ছে ১৭ বছরের কবিতা ৷
পিছিয়ে পড়া শিশুদের অধিকাররক্ষার উদ্দেশ্যে গত ৩৮ বছর ধরে দেশের ২৩টি রাজ্যে কাজ করে চলেছে অসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘ক্রাই – চাইল্ড রাইট্স অ্যান্ড ইউ’। ক্রাই-এর সম্পর্কে আরও বিশদ জানতে ও শিশুদের অধিকাররক্ষার অভিযানে সামিল হতে লগ অন করুন: www.cry.org
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}