পাঠানকোটে হামলার স্মৃতি এখনও টাটকা। তার মধ্যে ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি। ট্যাক্সি ভাড়া করে চালককে খুন করে উধাও যাত্রীরা। সাদা রঙের অলটো গাড়ি ভাড়া করে ৩ জন ৷ গাড়ির নম্বর HP 01 D 2440 ৷ গাড়ির চালক বিজয় কুমারের মৃতদেহ উদ্ধার উধাও গাড়ি ভাড়া নেওয়া ৩ যাত্রী ৷ পাঠানকোট হামলার আগের দিন একইভাবে ট্যাক্সি ভাড়া করে চালককে খুন করে জঙ্গিরা। সেই ঘটনায় গুরুত্ব না দেওয়ার খেসারত দিতে হয়েছে। কিন্তু এবারের ঘটনা যথেষ্ট গুরুত্ব দেখছেন গোয়েন্দারা। সন্দেহভাজন তিন জনের স্কেচ প্রকাশ করে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। তবে শুধু পাঠানকোট নয়, গত কয়েকদিনে দেশ জুড়ে আরও কিছু সন্দেহজনক ঘটনায় জঙ্গি হানার সন্দেহ বেড়েছে। সেগুলির মধ্যে রয়েছে, বেঙ্গালুরুতে ফরাসি দূতাবাসে IS-এর নামে হুমকি চিঠি এবং বৃহস্পতিবার পানাজিতে রাজ্য সচিবালয়ে হুমকি পোস্টকার্ড ৷ একসঙ্গে এতগুলি জঙ্গি সম্ভাবনা আগে খুব কমই ঘটেছে। পাঠানকোটে তা নিয়েই চুলচেরা বিশ্লেষণে এনআইএ গোয়েন্দারা। প্রজাতন্ত্র দিবসে বড়সড় জঙ্গি হামলা চালাতে পারে আইএস জঙ্গিরা। তার জেরে দেশ জুড়ে হাই অ্যালার্ট জারি করল কেন্দ্র।
advertisement