ভরতপুর: রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার স্বপ্ন আমরা অনেকেই হয়তো এক-আধ বার দেখেছি। সম্প্রতি এমনই এক স্বপ্ন সত্যি হয়েছে রাজস্থানে। রাজস্থানের ভরতপুর জেলার রূপওয়াস তহসিলের মাদাপুরা গ্রাম থেকে এমনই একটি ঘটনা সম্প্রতি সামনে এসেছে। ওই গ্রামের বাসিন্দা খেম সিং ড্রিম ১১-এ ২ কোটি টাকা জিতে রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন। বিজয়ী খেম সিং এই প্রসঙ্গে জানিয়েছেন যে তিনি ক্রিকেট এবং এই ধরনের খেলা সম্পর্কে তেমন কিছু জানতেন না। গ্রামের অন্যান্যদের দেখে এই খেলা খেলতে শুরু করেন।
advertisement
আইপিএলের ড্রিম ১১-এ চেন্নাই বনাম হায়দরাবাদ ম্যাচে খেম সিং মাত্র ৪৯ টাকার বাজি ধরে ২ কোটি টাকা পুরস্কার জিতেছেন। এই জয়ের পর খেম সিং ও তাঁর পরিবার স্বভাবতই খুশি। একই সঙ্গে গ্রামবাসীরা বিজয়ী এই যুবককে ফুলের মালা ও পাগড়ি পরিয়ে গ্রামে প্রবেশের সময় স্বাগত জানিয়েছেন।
আরও পড়ুন- বাইক থামানোর সময় ব্রেক না কি ক্লাচে চাপ দিতে হয়? জানেন না অধিকাংশ মানুষ
বিজয়ী খেম সিং জানান, তাঁর পরিবারের আর্থিক অবস্থা তেমন ভাল নয়। বর্তমানে তিনি হরিয়ানার গুরগাঁওয়ে শ্রমিক হিসেবে কাজ করেন। সেখানেই তিনি অন্যান্যদের ড্রিম ১১ খেলতে দেখতেন। ওদের দেখেই খেম সিং প্রথম এই খেলা শুরু করেন। তিনি জানিয়েছেন, 'প্রথমবার যখন পরাজিত হই, তখন খুব হতাশ হয়ে পড়ি।‘ এরই চার-পাঁচ দিন পর, দ্বিতীয় প্রচেষ্টায়, চেন্নাই এবং হায়দরাবাদের ম্যাচের সময় ৪৯ টাকা বাজি ধরে তিনি দুই কোটি টাকা পুরস্কার জেতেন। খেম সিও জানিয়েছেন, ‘এই জয়ের পর আমি ও আমার পরিবারের সদস্যরা খুব খুশি। আমার গ্রামবাসীরাও ভরতপুরে প্রবেশের সময় মালা ও পাগড়ি পরিয়ে আমাকে স্বাগত জানিয়েছে।‘
দুই কোটির মতো বিশাল অঙ্কের টাকা পেয়ে খেম সিং কী করতে চান তা জানতে চাইলে তিনি জানিয়েছেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপাতত ৬৯ লাখ টাকা এসেছে এবং বাকি টাকারও ক্রেডিট প্রসেস চলছে। তবে এত টাকা দিয়ে খেম সিং কী করবেন তা এখনও ঠিক হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেই এই টাকা ভাল কাজে লাগানো হবে ঠিক করে রেখেছেন এই বিজয়ী খেলোয়াড়।