আরও পড়ুন- ছেলের অস্বাভাবিক মৃত্যু, স্বামীর প্রয়াণ- ব্যক্তিগত জীবনে এত শোক দ্রৌপদী মুর্মুর!
দ্বিতীয় রাউন্ডের শেষে ১,১৩৮ জন বিধায়কের ভোটের মধ্যে, দ্রৌপদী মুর্মু ৮০৯ টি এবং যশবন্ত সিনহা ৩২৯টি ভোট পান। জনসংখ্যা এবং বিধানসভার শক্তির উপর ভিত্তি করে এই ভোটের মূল্য ১.৪৯ লক্ষ। এর মধ্যে দ্রৌপদী মুর্মুই পেয়েছেন ১.০৫ লাখের বেশি, এবং যশবন্ত সিনহা পেয়েছেন ৪৪,২৭৬।
advertisement
প্রায় ১১ লাখের একটি নির্বাচনী কলেজের মূল্য ৬.৭৩ লাখ। এই ৬.৭৩ লাখের মধ্যে দ্রৌপদী মুর্মু পেয়েছেন ৪.৮৩ লাখ, যার মানে ৭০ শতাংশের বেশি ভোট।
আরও পড়ুন- ট্রেনের খাবারে 'সার্ভিস চার্জ' নেবে না রেল, বদলে চা কফি ছাড়া বাড়ানো হল সবের দাম!
এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রতি সাংসদের ভোটের মূল্য ৭০০ হওয়ায়, দ্রৌপদী মুর্মু মোট ৫,২৩,৬০০ টি ভোট পেয়েছেন যা মোট বৈধ সাংসদ ভোটের ৭২.১৯ শতাংশ। অন্যদিকে, যশবন্ত সিনহার মোট ভোটের মূল্য দাঁড়িয়েছে ১,৪৫,৬০০, যা মোট বৈধ ভোটের ২৭.৮১ শতাংশ। বিধায়কদের দ্বিতীয় দফার ভোট গণনা শুরু হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন।
সংসদ ভবনের ৬৩ নম্বর কক্ষে আয়োজিত হয় ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা। ৬৩ নম্বর কক্ষ সংলগ্ন এলাকাকে স্যানিটাইজ করা হয় এবং ‘নীরব অঞ্চল’ হিসাবেও ঘোষণা করা হয়।