TRENDING:

Draupadi Murmu files nomination: প্রস্তাবক হলেন মোদি, নাড্ডা-শাহদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন দ্রৌপদী মুর্মু

Last Updated:

এ দিন মনোনয়ন জমা দেওয়ার সময় দ্রৌপদী মুর্মুর প্রথম প্রস্তাবক হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বেঙ্কাইয়া নাইডু, অন্যদিকে রাজনাথ সিং, অমিত শাহরা৷ প্রধানমন্ত্রী সহ বিজেপি শীর্ষ নেতৃত্বকে পাশে বসিয়ে এ ভাবেই মনোনয়ন জমা দিলেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু৷ তবে শুধু বিজেপি নেতারাই নন, দ্রৌপদী মুর্মুর মনোনয়ন পর্বে সঙ্গে ছিলেন এনডিএ জোটে থাকা বিভিন্ন দলের নেতারাও৷
মনোনয়ন জমা দিচ্ছেন দ্রৌপদী মুর্মু, রয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জে পি নাড্ডারা৷ Photo- DD News
মনোনয়ন জমা দিচ্ছেন দ্রৌপদী মুর্মু, রয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জে পি নাড্ডারা৷ Photo- DD News
advertisement

দ্রৌপদী মুর্মু যে আজই মনোনয়ন জমা দেবেন, তা আগে থেকেই ঠিক করা ছিল৷ সেই মতো কেন্দ্রীয় মন্ত্রীদেরও আজ দিল্লিতে থাকার নির্দেশ দিয়েছিল বিজেপি৷

আরও পড়ুন: গুজরাত দাঙ্গা মামলায় বড়সড় স্বস্তি, মোদিকে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট

এ দিন মনোনয়ন জমা দেওয়ার সময় দ্রৌপদী মুর্মুর প্রথম প্রস্তাবক হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দ্রোপদী মুর্মুর জন্য মনোনয়ন পত্রের চারটি সেট তৈরি করেছে বিজেপি নেতৃত্ব৷ প্রথম সেটে প্রস্তাবক হিসেবে প্রধানমন্ত্রী ছাড়াও সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রীরা রয়েছেন৷

advertisement

আরও পড়ুন: শিবসেনার বিধায়করা অসমে রয়েছেন? জানেনই না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

দ্বিতীয় সেটে প্রস্তাবক হয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ এই সেটে যোগী আদিত্যনাথ এবং হিমন্ত বিশ্বশর্মা ছাড়া বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রস্তাবক হিসেবে রয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তৃতীয় সেটে প্রস্তাবক হয়েছেন হিমাচল প্রদেশ এবং হরিয়ানার বিজেপি বিধায়করা৷ চতুর্থ সেটে প্রস্তাবক হয়েছন গুজরাতের বিধায়করা৷ ৬৪ বছর বয়সি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে আদিবাসী মহিলা হিসেবে প্রথম বার নজির তৈরি করবেন৷ এর আগে ঝাড়খণ্ডের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Draupadi Murmu files nomination: প্রস্তাবক হলেন মোদি, নাড্ডা-শাহদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন দ্রৌপদী মুর্মু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল