বিমানবন্দরের কর্মীদের অভিযোগ, দুপুর তিনটে নাগাদ ওই প্যাসেঞ্জার প্রচন্ড চেঁচামেচি শুরু করে দেন। তার পর বিমানবন্দরের লাউঞ্জে ছোটাছুটি করেন এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন। এর পরই লাগেজ বেল্টে চড়ে বসেন তিনি এবং তার ওপর দৌড়তে শুরু করেন। সেই সময় উপস্থিত সিআইএসএফ জওয়ানরা বারবার তাঁকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু সেই ব্যক্তি কোনও কথা শোনেননি। তিনি বিমানবন্দরের কর্মীদের কাজে বাধা দেন। অন্য প্যাসেঞ্জারদেরও বিরক্ত করতে থাকেন। এর পর নিরাপত্তাকর্মীরা তাঁকে পুলিশের হাতে তুলে দেন। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ প্রমাণ হিসাবে তুলে ধরা হয়। ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে ওই প্যাসেঞ্জারের মেডিকেল পরীক্ষা হয়েছে। জানা গিয়েছে সুরজ পান্ডে নামের ওই প্যাসেঞ্জার একজন ব্যবসায়ী। ওই ব্যক্তির জামিন মঞ্জুর হয়েছে। তবে তাঁকে নির্দিষ্ট সময়ে আদালতে হাজিরা দিতে হবে বলে জানা গিয়েছে।
advertisement