TRENDING:

ডাক্তারদের উপর হামলা চালালে হবে ১০ বছরের জেল, ৫ লক্ষ টাকা জরিমানা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: NRS-এ ডাক্তারদের উপর হামলার ঘটনায় কর্মবিরতিতে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা ৷ তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজে ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা ৷ ধীরে ধীরে সেই আন্দোলনে যোগ দিতে শুরু করেছিলেন সিনিয়র ডাক্তাররাও ৷ আর ডাক্তারদের সেই কর্মবিরতিতে দেশজুড়ে ডাক্তাররা তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন ৷ গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি তুলে নেন জুনিয়র ডাক্তাররা ৷
advertisement

গত শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন চিকিৎসকদের নিরাপত্তার জন্য আইন প্রণয়নের নির্দেশ দিয়েছিলেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ৷ এর পাশাপাশি ওয়ার্ল্ড মেডিক্যাল অ্যাসোসিয়েশন ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের উপর অত্যাচারের বিরুদ্ধে একটি প্রস্তাব গৃহীত করেছে ও এই ধরনের ঘটনার বিরুদ্ধে মজবুত আইন প্রণয়নের কথা ভাবা হচ্ছে ৷

খবর অনুযায়ী, কেন্দ্র সরকার ডাক্তারের সুরক্ষা নিয়ে বড় পদক্ষেপ নিতে পারে। ডাক্তারদের সুরক্ষা দেওয়ার জন্য কেন্দ্র সরকার একটি বড় আইন আনতে পারে বলে খবর আসছে। এই আইনের অন্তর্গত ডাক্তারদের উপর হামলা করার ঘটনাকে বড় অপরাধের শ্রেণীতে ফেলা হতে পারে এবং এই অপরাধের জন্য দোষীদের মোটামুটি ১০ বছরের সাজা পেতে পারে। এর পাশাপাশি ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে ৷ এমন দাবি নিয়ে আইএমএ’র তরফে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আইনের খসড়া জমা পড়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন সব রাজ্যে সরকারকে এই ব্যাপারে বিচার করতে বলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী খুব তাড়াতাড়ি সব রাজ্য মন্ত্রীদের সাথে বৈঠক করবেন এবং খবর পাওয়া গিয়েছে যে এই বৈঠকে ডাক্তারদের সুরক্ষার জন্য কঠোর আইন ছাড়াও ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টেও বদল করা হতে পারে। সব রাজ্যের সঙ্গে বিবেচনা করে ও তাদের প্রস্তাব আসার পর এই বিষয় অন্তিম সিদ্ধান্ত নেওয়া হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ডাক্তারদের উপর হামলা চালালে হবে ১০ বছরের জেল, ৫ লক্ষ টাকা জরিমানা