আরও পড়ুন– রাশিফল ২৭ ডিসেম্বর: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করা হবে। সূত্রের খবর, শনিবার অর্থাৎ ২৮ ডিসেম্বর মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের মৃত্যুতে কেন্দ্রীয় সরকার সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করা হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সম্মানে সাত দিনের জন্য সমস্ত আনুষ্ঠানিক কর্মসূচি বাতিল করেছে কংগ্রেস।
advertisement
আরও পড়ুন– ভারতীয় রাজনীতির ‘ভদ্রলোক’, ১৯৯১ সালে দেশের অর্থনীতির দ্বার খুলে দিয়েছিলেন মনমোহন সিং
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে করা হবে দিল্লিতেই। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীদের শেষকৃত্য সম্পন্ন হয় দিল্লির একটি বিশেষ স্থানে। রাজঘাট কমপ্লেক্সেই জওহর লাল নেহেরু, ইন্দিরা গান্ধি এবং রাজীব গান্ধির শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। তবে অনেক প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য আলাদা সমাধিও তৈরি করা হয়েছে। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পরিবারের সম্মতিতেই জায়গা বেছে নেওয়া হবে। অনেক সময় নিজ রাজ্যেও শেষকৃত্য সম্পন্ন হয়। স্থান এখনও তাই চূড়ান্ত হয়নি। মনমোহন সিংয়ের শেষকৃত্য কোথায় হবে তা আজ, শুক্রবারই ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
আজ, শুক্রবার বন্ধ থাকতে পারে সমস্ত সরকারি কর্মসূচি। সূত্রের খবর, সাত দিনের জাতীয় শোক ঘোষণা করতে পারে কেন্দ্র। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। কংগ্রেসের তরফে ইতিমধ্যে সাত দিনের জন্য সমস্ত দলীয় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেশি রাতের দিকে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ দিল্লি এইমস-এর থেকে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।