TRENDING:

Honey Trap: সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড থেকে বন্ধুত্ব পাতানো বারণ! কেন্দ্রীয় বাহিনীর কর্মীদের কড়া নির্দেশিকা, কারণ কী?

Last Updated:

সম্প্রতি সেন্ট্রাল পুলিশ ফোর্স তাদের সমস্ত কর্মচারীদের অনলাইনে বন্ধুত্ব পাতানো বা ছবি-ভিডিও আপলোড না করার পরামর্শ দিয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোশ্যাল মিডিয়ায় ছবি, ভিডিও আপলোড করা এই মুহূর্তে প্রত্যেকের কাছেই অতি সাধারণ ব্যাপার৷ সাধারণ মানুষের মতোই পুলিশ, সেনাবাহিনীতে কর্মরত ব্যক্তিরাও হামেশাই সোশ্যাল মিডিয়ায় জীবনের অনেক মুহূর্ত শেয়ার করে থাকেন৷ অনলাইনে বন্ধু পাতানো এখন খুবই পরিচিত বিষয়। তবে ডিজিটালাইজেশন ডেকে আনছে বিপত্তি৷
সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড থেকে বন্ধুত্ব পাতানো বারণ! কেন্দ্রীয় বাহিনীর কর্মীদের কড়া নির্দেশিকা, কারণ কী?
সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড থেকে বন্ধুত্ব পাতানো বারণ! কেন্দ্রীয় বাহিনীর কর্মীদের কড়া নির্দেশিকা, কারণ কী?
advertisement

সম্প্রতি সেন্ট্রাল পুলিশ ফোর্স তাদের সমস্ত কর্মচারীদের অনলাইনে বন্ধুত্ব পাতানো বা ছবি-ভিডিও আপলোড না করার পরামর্শ দিয়েছেন৷ ইউনিফর্ম পরিহিত অবস্থায় কোনওরকম ছবি ভিডিও আপলোড করতে নিষেধ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷

প্যারামিলিটারি এবং পুলিশ ফোর্সকে সতর্ক করে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ এই নিয়ম না মানলে ওই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে৷ ইতিমধ্যেই বেশ ‘হানি ট্র্যাপ’ বা প্রেমের ফাঁদে ফেলে গোপন তথ্য হাতিয়ে নেওয়ার মতো ঘটনা সামনে এসেছে৷ তাই কড়া ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷

advertisement

একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে,‘‘দেখা গিয়েছে সিআরপিএফ কর্মীরা অনেকক্ষেত্রে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের ছবি বা ভিডিও আপলোড করেছেন৷ পাশাপাশি অনলাইনে অপরিচিতদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছেন৷ তাই কতৃপক্ষ নিশ্চিত করতে চায় যে তাদের কমান্ডের অধীনে কর্মীরা সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ইউনিফর্ম পরে তাদের ছবি/ভিডিও পোস্ট করবেন না। কোনও অপরিচিত ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব পাতানো যাবে না৷ নির্দেশ অমান্য করলে থাকছে শাস্তির ব্যবস্থা৷’’

advertisement

আরও পড়ুন: চন্দ্রযান-৩-এর অবতরণ স্থলের নামকরণ প্রধানমন্ত্রীর, করলেন জাতীয় মহাকাশ দিবসের ঘোষণাও

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সম্প্রতি বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে একটি ‘যৌনতার ফাঁদের’ ঘটনা প্রকাশ্যে এসেছে। এক সিআইএসএফ কর্মীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগ উঠেছে। নিরাপত্তাবাহিনীতে কর্মরত ব্যক্তিদেরই বেছে বেছে নিশানা করে ফাঁদে ফেলা হচ্ছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Honey Trap: সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড থেকে বন্ধুত্ব পাতানো বারণ! কেন্দ্রীয় বাহিনীর কর্মীদের কড়া নির্দেশিকা, কারণ কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল