কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, ট্রাম্পের নীতি মেনে ভারত থেকে রফতানি হওয়া অনেক কৃষিজাত দ্রব্যের উপরেই আমেরিকার জন্য আমদানি কর কমিয়েছে ভারত৷ তবে এই সিদ্ধান্ত মোটেই ট্রাম্প নীতির কাছে মাথানত করে গ্রহণ করা হয়নি, বরং, ভবিষ্যতে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বৃহত্তর স্বার্থেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
advertisement
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কেন্দ্রীয় সরকারি কর্মচারী বলেন, ‘‘এর মানে এই নয়, আমরা আমেরিকার চাপের মুখে মাথানত করছি৷ আমরা (ভারত) আখোট, আপেল এবং কাঠবাদামের মতো কিছু কৃষিজাত দ্রব্যের উপরে আমদানি শুল্ক আমরা কিছুটা কমিয়েছি৷ কিন্তু, যেমন গম, ভুট্টার ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হয়নি৷’’
তবে চিন্তা বেড়েছে ভারতের অটোমোবাইল সেক্টরে৷ ট্রাম্পের নয়া নীতি অনুযায়ী ভারত থেকে আমেরিকায় পাঠানো প্রত্যেক গাড়ির উপরেই ২৫ শতাংশ শুল্ক দিতে হবে৷ সিডান, এসইউভি, ক্রশওভারস, মিনিভ্যান, কার্গো ভ্যান এবং ছোট ট্রাক, এমনকি অটোমোবাইল প্রোডাক্টসের উপরেও বাড়তি শুল্ক নেবে আমেরিকা৷