আরও পড়ুনঃ বাড়িতে একা! পারিবারিক সমস্যায় তিন সন্তানদের সঙ্গে মা যা করলেন হতবাক পড়শিরাও
আগ্রার তাজমহলের পশ্চিমদিকের গেটের কাছে পার্ক করা ছিল গাড়িটি। সেই গাড়ি থেকেই উদ্ধার হয়েছে ল্যাব্রাডর জাতের কুকুরের দেহ। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে। গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মৃত কুকুরের পোস্টমর্টেম করা হচ্ছে।
advertisement
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গাড়িটির নম্বর HR80E 3383। তাজমহলের পশ্চিম গেটের পার্কিংয়ে পার্ক করা ছিল। গাড়ির ভিতরে ছিল ল্যাব্রাডর জাতের কুকুর। শ্বাসরোধ হয়ে কুকুরটি মারা যায়। জানা গিয়েছে, গাড়ির মালিক সপরিবারে তাজমহল দেখতে গিয়েছিলেন। কিন্তু কুকুরটিকে রেখে গিয়েছিলেন গাড়িতেই। অনুমান করা হচ্ছে, প্রচণ্ড গরমে গাড়ির ভিতরে কুকুরটির শ্বাসকষ্ট শুরু হয়। কিন্তু কোনও ভাবেই বাইরে বেরতে না পেরে শেষ পর্যন্ত মারা যায় কুকুরটি।
ঘটনাটি আশেপাশের লোকজনের দৃষ্টি এড়ায়নি। তাঁরা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। নড়েচড়ে বসে পুলিশও। তদন্তে দেখা গিয়েছে, ঘটনাটি প্রথম আলিগড় জেলার বাসিন্দা গাজ্জু প্রধানের নজরে আসে। তিনিই তাজমহল পশ্চিম গেটের ম্যানেজারকে জানান HR 80E 3383 নম্বরের গাড়িতে যন্ত্রণায় একটি কুকুর মারা গিয়েছে।
কুকুরের মালিকের বিরুদ্ধে মামলা করছে পুলিশ: তাজগঞ্জ থানা ইনচার্জ দেবেন্দ্র শঙ্কর পান্ডে জানান, গাড়ির মধ্যে কুকুরটিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। গাড়িটি কেনা হয়েছে অজয় কুমারের বাবা ঋষি পাল সিংয়ের নামে। তিনি হরিয়ানার হানসি জেলার বাসিন্দা। অজয় তাঁর বাবা ঋষি পাল এবং পরিবারের অন্যান্যদের সঙ্গে দেখা করতে আগ্রা গিয়েছিলেন। গাড়িতে তাঁর পোষা কুকুরটিও ছিল। সকালে পার্কিং লটে কুকুরের সঙ্গে গাড়ি পার্ক করে তাজমহল দেখতে যান। গরমে যন্ত্রণায় মারা যায় কুকুরটি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, ৫৬০/২২ পশুর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। কুকুরের মৃতদেহের ময়নাতদন্ত করা হচ্ছে।