রবিবার বিকেলে হায়দরাবাদের একটি আবাসনের তিনতলার ফ্ল্যাটে একটি মাদুর পৌঁছে দিতে যান ডেলিভারি বয় মহম্মদ! কলিং বেল বাজাতেই বাড়ির মালিক দরজা খোলেন। আর সেই সময় দরজা থেকে উঁকি দিয়ে চিৎকার করতে থাকে একটি ডোবারম্যান। পোষ্য কুকুরটি চিৎকার করতে থাকে। আর যা দেখে ভয়ে তিনতলা থেকে ঝাঁপ দেন ওই ডেলিভারি বয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে রাইদুরগাম থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহম্মদকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। এখনও তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা।
advertisement
আরও পড়ুন: সকালে ঘুম থেকে উঠলেই গোটা শরীরে ব্যথা! ক্লান্তি! কেন হয় জানেন? সাবধান
তবে পুলিশের অনুমান ওই কুকুরটি ধাওয়া না করলে এভাবে ঝাঁপ দেওয়ার কোনও কারণ নেই। শুধু মাত্র চিৎকারেই এই ঘটনা ঘটেনি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসার সব খরচ দিতে হবে ওই পোষ্যের মালিককে। এই ঘটনায় পোষ্যকে কেন এভাবে বাইরে আসতে দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে কুকুর দেখে ভয় পাওয়াটা স্বাভাবিক। কিন্তু এমন ঘটনা ঘটতে পারে তা ভাবেননি কেউ। তবে এই ঘটনা জানাজানি হতেই অনেকে বলছেন, বাড়ির পোষা কুকুর না দৌড়োলে কখনও কামড়ায় না! তবে এখানে ঠিক কী ঘটেছে তার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।