TRENDING:

Indian Railway News: সাত জ্যোর্তিলিঙ্গ দর্শনের প্ল্যান রয়েছে? লক্ষ লক্ষ যাত্রীর জন্য এবার যা করল ভারতীয় রেল..., জানলে খুশিতে লাফাবেন

Last Updated:

Indian Railway News: এক বিশেষ রেলযাত্রার উদ্যোগ নিল ভারতীয় রেল। নভেম্বর মাসে ভারতের সাতটি বিখ্যাত জ্যোতির্লিঙ্গ সফর করাতে উদ্যোগ নিয়েছে রেল। ১২ দিনের এই সফরে ওঙ্কারেশ্বর থেকে সোমনাথ পর্যন্ত এই সফরে শিবের সাতটি জ্যোতির্লিঙ্গ দেখানো হবে ভক্ত ও পর্যটকদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: এক বিশেষ রেলযাত্রার উদ্যোগ নিল ভারতীয় রেল। নভেম্বর মাসে ভারতের সাতটি বিখ্যাত জ্যোতির্লিঙ্গ সফর করাতে উদ্যোগ নিয়েছে রেল। ১২ দিনের এই সফরে ওঙ্কারেশ্বর থেকে সোমনাথ পর্যন্ত এই সফরে শিবের সাতটি জ্যোতির্লিঙ্গ দেখানো হবে ভক্ত ও পর্যটকদের। এই স্পেশ্যাল ট্রেনে দেখানো হবে ওঙ্কারেশ্বর, মহাকালেশ্বর, নাগেশ্বর, সোমনাথ, এ্যম্বকেশ্বর, ভীমাশংকর এবং ঘৃষ্ণেশ্বর।
* সাত জ্যোর্তিলিঙ্গ দর্শনে বিশেষ সুযোগ করে দেবে ভারতীয় রেল
* সাত জ্যোর্তিলিঙ্গ দর্শনে বিশেষ সুযোগ করে দেবে ভারতীয় রেল
advertisement

এছাড়াও শ্রীকৃষ্ণের দ্বারকাধীশ এবং বেট দ্বারকা-ও দেখানো হবে এই যাত্রায়। ১১ রাত ও ১২ দিনের এই সফর নভেম্বরের ১৮ তারিখ শুরু হয়ে শেষ হবে ২৯ তারিখে। যাত্রা শুরু হবে যোগনগরী হৃষীকেশ থেকে। টু টায়ার, এসি থ্রি টায়ার এবং সাধারণ স্লিপার ক্লাসে করা যাবে সফর। ২৪ হাজার থেকে ৫৪ হাজার টাকা মাথাপিছু খরচে দেখা যাবে সাত জ্যোতির্লিঙ্গ। এই অর্থের মধ্যেই খাওয়ার খরচও ধরা রয়েছে, তবে তা শুধুই নিরামিষ। রয়েছে রাতে থাকার হোটেলের খরচ। রয়েছে সফরের জন্য বিমাও। আইআরসিটিসি-র ম্যানেজাররা গোটা সফরের তত্ত্বাবধানে সঙ্গে থাকবেন যাত্রীদের।

advertisement

আরও পড়ুন- ভয়ঙ্কর দুঃসময়…! ১০০ বছর পর চন্দ্রগ্রহণে রাহু গ্রহণ যোগ, ৪ রাশির বিরাট ফাঁড়া, সতর্ক না হলেই পদে পদে চরম বিপদ, আপনার কপালে কী?

এর আগেও এমন উদ্যোগ নিয়েছে আইআরসিটিসি। রাম তীর্থক্ষেত্রে পর্যটক টানতে বিশেষ ট্রেন চালু করা হয়েছে রেলের তরফে। ১৬ রাত ১৭ দিনের এই সফরে ভগবান রামের সঙ্গে সম্পর্কিত ৩০টি জায়গায় ঘোরাবে বিশেষ এই ট্রেন। ইতিমধ্যেই এই ট্রেন যাত্রা শুরু করেছে। দিল্লির সফদরজং স্টেশন থেকে শুরু করে রামেশ্বরম পর্যন্ত যাবে ট্রেনটি। মোট ৭৬৭  জন সফর করতে পারবেন।

advertisement

আরও পড়ুন- ভয়ঙ্কর দুঃসময়…! ১০০ বছর পর চন্দ্রগ্রহণে রাহু গ্রহণ যোগ, ৪ রাশির বিরাট ফাঁড়া, সতর্ক না হলেই পদে পদে চরম বিপদ, আপনার কপালে কী?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন ভারতীয় রেলওয়ে ও আইআরসিটিসি (IRCTC) দ্বারা পরিচালিত একটি থিম-ভিত্তিক পর্যটন ট্রেন পরিষেবা, যা ভারতের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় স্থানগুলিকে একত্রিত করে। এই ট্রেনগুলো নির্দিষ্ট থিম বা রুটের ওপর ভিত্তি করে পরিচালিত হয় এবং পর্যটকদের ভারতের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থানগুলি পরিদর্শনের সুযোগ করে দেয়।ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন দ্বারা জ্যোতির্লিঙ্গ পরিদর্শনের জন্য, আপনি IRCTC-এর ওয়েবসাইটে (www.irctctourism.com) বুকিং করতে পারেন, যেখানে ৭টি জ্যোতির্লিঙ্গ মন্দির পরিদর্শনের জন্য একটি ১২ দিনের ধর্মীয় সফর করানো হবে। এই ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেনটি ভক্তদের জন্য একটি বিশেষ তীর্থযাত্রা, যা ভারতের সাতটি পবিত্র জ্যোতির্লিঙ্গ মন্দির পরিদর্শন করার সুযোগ করে দেয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railway News: সাত জ্যোর্তিলিঙ্গ দর্শনের প্ল্যান রয়েছে? লক্ষ লক্ষ যাত্রীর জন্য এবার যা করল ভারতীয় রেল..., জানলে খুশিতে লাফাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল