শনিবার সকাল থেকেই ভোট গণনার আভাস আসতে থাকলেই দেখা যাচ্ছিল, কংগ্রেস তরতর করে এগিয়ে যাচ্ছে৷ মাঝপথে ভোটের আসন সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি থাকলেও বেলা বাড়লে ১২৫-আসনও পেরিয়ে যায় কংগ্রেস৷
তার মধ্যেই শিবকুমারের বাড়ির বাইরেও হাজির হয়েছিলেন কংগ্রেস সমর্থকরা৷ ঢাক-ঢোল বাজিয়ে, আবীর খেলে তাঁরা উৎসব শুরু করে দেন৷ তার মধ্যেই বাড়ির বাইরের বারান্দায় বেরিয়ে আসেন ডিকে শিবকুমার৷ হাতজোড় করে ধন্যবাদ জানান উপস্থিত সাধারণ মানুষকে৷
advertisement
আরও পড়ুন: ঘণ্টায় ১৭৫ কিমি…! ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা! তাণ্ডবলীলার আশঙ্কায় তুমুল সতর্কতা
আরও পড়ুন: কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু! ২২৪ আসনের মহারণে EVM খুলতেই এগিয়ে কংগ্রেস
তার পর বেলার দিকে বাইর েবরিয়ে আসেন ডি কে শিবকুমার৷ তিনি সাংবাদিকদের বলেন, তিনি কর্ণাটকের সাধারণ মানুষকে ধন্যবাদ জানাতে চান৷ তিনি বলেন, কংগ্রেসের কাছে এই জয় পৌঁছে দেওয়ার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি বলেন সনিয়া গান্ধির কথাও৷
শিবকুমার বলেন, ‘আমি কখনও সেই দিনটির কথা ভুলব না৷ যে দিন জেলে আমার সঙ্গে সনিয়া গান্ধি দেখা করতে এসেছিলেন৷ আমি রাননগরে যাব আমার সার্টিফিটেক সংগ্রহ করতে তার পর পার্টি অফিসে ফিরে আমি বিস্তারিত এই বিষয়ে কথা বলব৷’
এক পক্ষ বলছে, এ বারে কংগ্রেসের জয়ে মুখ্যমন্ত্রী পদের জন্য সিদ্দারামাইয়ার পাশাপাশি উঠে আসছে শিবকুমারের নামও৷ যদি সিদ্দারামাইয়া বা শিবকুমার, এই বিষয়ে কিছুই বলতে চাইছেন না৷ বলছেন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ঠিক করবে, কে হবেন মুখ্যমন্ত্রী৷
