অগ্নিকাণ্ডের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক্স প্ল্যাটফর্মে জনৈক ইউজার ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘আপনি বিলাসবহুল কেতাদুরস্ত আবাসনে থাকতে পারেন। কিন্তু মৌলিক বিষয়গুলি সবাইকে মেনে চলতে হবে। গিজার চালু করেই দীপাবলির কেনাকাটা করতে বেরিয়ে গিয়েছিলেন। ফলস্বরূপ শর্ট সার্কিটে ২টি ঘর পুড়ে ছাই। উৎসবের জন্য সব বাড়িই অতিরিক্ত বিদ্যুৎ টানছে। তাই সামান্য ভুলেই বিপর্যয়। অপর্ণা, নাল্লাগন্ডলা’।
advertisement
আরও পড়ুন: দীপাবলিতে ডাবল ধমাকা! যাত্রীদের দারুণ উপহার দিচ্ছে ভারতীয় রেল, জানেন কী কী
আপলোড হওয়ার পর থেকে ভিডিওটি দেখেছেন ৬ লাখ ৪৭ হাজার মানুষ। হাজার হাজার এক্স ইউজার কমেন্টও করেছেন। একজন লিখেছেন, ‘নিশ্চিত এটা পুরনো আমলের গিজার ছিল। আধুনিক গিজারগুলিতে স্বয়ংক্রিয় কাট-অফ সিস্টেম রয়েছে’। আরেক ইউজার আবার শর্ট শার্কিটের কারণে আগুন লেগেছে বলে মানতে রাজি নন। তাঁর কথায়, ‘গিজার অন করে কেনাকাটা করতে যাওয়া দুর্ঘটনার আসল কারণ নয়। আর্থিনের ত্রুটি থাকতে পারে। ইএলসিবি বা আরসিসিবি ট্রিপ করা উচিত ছিল। মূল কারণ খুঁজে বের করার জন্য একটা আরসিএ করা উচিত’।
আরও পড়ুন: চন্দননগরের আলোয় সেজেছে অযোধ্যার রাম মন্দির! আলোর খরচ শুনলে চোখ কপালে উঠবে
তবে শুধু একজন ইউজার নয়। কমেন্টে অনেকেই শর্ট সার্কিট নিয়ে সন্দিহান। কেউ আঙুল তুলেছেন ওয়্যারিং-এর দিকে। আবার কারও মতে, মিটারে কোনও গণ্ডগোল থাকতে পারে। আরেক এক্স ইউজার লিখেছেন, ‘সবাই কেনাকাটা করতে গিয়েছিলেন। কয়েক ঘণ্টার মধ্যে ফিরেও এসেছেন। তাঁরা যে কয়েক দিনের জন্য বেড়াতে গিয়েছিলেন, তা নয়। সস্তা এবং ভুল ওয়্যারিং-এর জন্যও অনেক সময় এমনটা হয়। ঠিকাদারদের ভুল আছে কি না দেখা উচিত। কেন আগুন লাগল, কোথায় গলদ ছিল, সেটা খুঁজে বের করতে হবে’।