নিজের ট্যুইটার অ্যাকাউন্টে ছবিটি দিয়ে দিব্যা লিখেছেন 'Is that bird dropping'? অর্থাৎ এই পাখিটির কি পতন হয়েছে? পাল্টা জবাব দিইতে ছাড়েনি বিজেপিও । তাঁরাও ট্যুইট করে জানিয়েছেন কংগ্রেস দলের মূল্য বোধ তলানিতে গিয়ে ঠেকেছে ও সেই জন্যই একজন ঐতিহাসিক নেতাকে নিয়ে এই ধরনের ভাষা ব্যবহার করছে ।
advertisement
পাশাপাশি কংগ্রেসও জানিয়ে দিয়েছে এই মন্তব্যের অনুমোদন কোনওভাবেই করে না দল। তবে প্রবল সমালোচনার মধ্যেও অনড় দিব্যা । তিনি জানিয়েছেন এটি সম্পূর্ণ তাঁর নিজস্ব মন্তব্য ।
আরও পড়ুন: ফের মহার্ঘ রান্নার গ্যাস, সিলিন্ডার প্রতি বাড়ল ৩.০৬ টাকা
গত বছর মে মাস থেকে কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার দায়িত্বভার সামলাচ্ছেন দিব্যা । তবে কয়েকটি সাম্প্রতিক বিতর্ক ঘিরে দলের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিয়েছে দিব্যার এই খবরও পাওয়া গিয়েছিল ।এর আগেও নরেন্দ্র মোদিকে চোর বলে সম্বোধন করার কারণে তুমুল বিতর্কের মধ্যে পড়েন দিব্যা।