ফের মহার্ঘ রান্নার গ্যাস, সিলিন্ডার প্রতি বাড়ল ৩.০৬ টাকা
Last Updated:
#নয়াদিল্লি: ফের বাড়ল রান্নার গ্যাসের দাম ৷ ভরতুকিযুক্ত গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার প্রতি ৩.০৬ টাকা ৷
দাম বাড়ল ভরতুকিহীন গ্যাসেরও ৷ সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ৬২.৫ টাকা ৷
ভরতুকিহীন গ্যাসের দাম বেড়ে দাঁড়াল ৯৬৯ টাকা ৷ অন্যদিকে, ভরতুকিযুক্ত গ্যাস কেনার জন্য দিতে হবে ৯৬৯ টাকা ৷
advertisement
পরে ভরতুকির টাকা ফেরত পাওয়া যাবে ৷
অন্যদিকে, বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ৯৭.৫০ টাকা ৷
Location :
First Published :
November 01, 2018 5:22 PM IST