TRENDING:

শিবসেনার উপর বিরক্ত বিজেপি, ২০১৯-এ দলকে একাই যুদ্ধক্ষেত্রে নামার ডাক দিলেন অমিত শাহ

Last Updated:

শিবসেনার উপর বিরক্ত বিজেপি, ২০১৯-এ একাই যুদ্ধক্ষেত্রে নামার ডাক দিলেন অমিত শাহ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:    বিজেপি-শিবসেনা জোট ভাঙনের জল্পনাকে আরও একধাপ উস্কে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । তিনি জানিয়ে দিয়েছেন কোনও রকম তিক্ততা নিয়ে জোট বজায় রাখতে আগ্রহী নয় বিজেপি ও প্রয়োজন হলে ২০১৯-এর লোকসভা নির্বাচনে একাই লড়বে বিজেপি ।
advertisement

আস্থা ভোটে শিবসেনা সাংসদদের অনুপস্থিতিতে কার্যতই বিরক্ত তিনি । এছাড়াও সংসদে রাহুল গান্ধির প্রশংসায় ইতিমধ্যেই সরব হয়েছে শিবসেনা । সবমিলিয়ে কার্যত অচলাবস্থার দিকে এগিয়ে চলেছে এই জোট ।

বিজেপি কর্মী ও সমর্থকদের ইতিমধ্যেই এই বিষয় নিয়ে অবগত করে দিয়েছেন শাহ । মহারাষ্ট্রেও সবকটি আসন থেকেই বিজেপি প্রার্থী দাঁড়াবেন-এই সিদ্ধান্তও নিয়েছে দল । দলীয় কর্মীদের নিয়ে ইতিমধ্যেই ২৩টি বিষয় সম্বলিত একটি কার্যসূচী প্রস্তুত করা হয়েছে ও এতে ২০১৯-এর নির্বাচনে বিজেপি একাই লড়বে এই নির্দেশই দেওয়া হয়েছে । কর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছে ভারতীয় জনতা পার্টি ।

advertisement

প্রসঙ্গত, মহারাষ্ট্রে এখনও শিবসেনা-বিজেপির জোট সরকার বর্তমান । কিন্তু প্রায়শই বিজেপির সমালোচনায় সরব হয়েছে শিবসেনা । এদিনও বিজেপির বিপক্ষে সরাসরি মুখ খুলেছেন শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে ।

ইতিমধ্যেই মহারাষ্ট্রের সমস্ত সোশ্যাল মিডিয়া সেলগুলিকে সক্রিয় করার নির্দেশ দিয়েছেন শাহ । 'এক বুথ, ২৫ইউথ' ফর্মুলাকে হাতিয়ার করেই মহারাষ্ট্রে থেকেই একা যাত্রা করতে চলেছে বিজেপি । প্রত্যেকটি বুথে পাঁচজন করে মোটরমাইক সহ কর্মী নিয়োগ করার নির্দেশ দিয়েছেন শাহ ।

advertisement

আরও পড়ুন:  অনাস্থা ভোট প্রসঙ্গে এবার মুখ খুললেন শিবসেনা প্রধান, জোট ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বিরোধীপক্ষের নির্বাচন কৌশলের প্রতিও নজর রাখার নির্দেশ দিয়েছেন বিজেপি প্রেসিডেন্ট । সবমিলিয়ে ইতিমধ্যেই জমজমাট বিজেপির ২০১৯ নির্বাচনের প্রস্তুতি । দরকার হলেও জোট ভাঙতেও পিছপা হবে না বিজেপি, আরও  একবার জানিয়ে দিলেন বিজেপি প্রধান ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
শিবসেনার উপর বিরক্ত বিজেপি, ২০১৯-এ দলকে একাই যুদ্ধক্ষেত্রে নামার ডাক দিলেন অমিত শাহ