বৃহস্পতিবার অর্থমন্ত্রী অরুণ জেটলি জানালেন, ‘ডিজিটাল লেনদেনে জোর দেওয়া হয়েছে ৷ নোটে লেনদেনে সমস্যা ৷ তাই ক্যাশলেস লেনদেনে জোর দেওয়া হয়েছে ৷’
লোকাল ট্রেনের টিকিটে বিপুল ছাড়, অনলাইনে দশ লাখি বীমা: জেটলি
সাধারণ মানুষকে ক্যাশলেস অর্থাৎ ডিজিটাল লেনদেন অভ্যস্ত করার জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও করল কেন্দ্র সরকার ৷ বিশেষ করে কার্ড মারফত পেট্রোল, ডিজেল কেনার ক্ষেত্রে দেশবাসীকে বিশেষ ছাড়ের ঘোষণা করা হল ৷ এদিন জেটলি জানালেন, ‘কার্ডে পেট্রোল, ডিজেল কিনলে ৷ ০.৭৫% ছাড় দেওয়া হবে ৷ ’
advertisement
শুধু পেট্রোল বা ডিজেলই নই, অন্যান্য অনেক ক্ষেত্রেই বিশেষ ছাড় ঘোষণা করল, কেন্দ্র সরকার ৷ যেমন,
কার্ডে যাঁরা রেলে মাসিক টিকিট কিনবেন ০.৫% ছাড় দেওয়া হবে ৷ যা লাগু হবে ১ জানুয়ারি,২০১৭ থেকে ৷
এবার LIC প্রিমিয়াম আরও সস্তা ! ঘোষণা জেটলির
অনলাইনে ট্রেনের টিকিট কাটলে ১০ লক্ষ টাকার অ্যাক্সিডেন্ট বীমা ৷ অনলাইনে রেলের অন্যান্য পরিষেবা নিলে ছাড় মিলবে ৫ %
জাতীয় সড়কে টোল প্লাজায় ডিজিটাল পেমেন্ট করলে ১০% ছাড় দেওয়া হবে ৷