TRENDING:

Dinner with Kejriwal: সরকারের উন্নয়নমূলক ভিডিও শেয়ার করলেই মিলবে মুখ্য়মন্ত্রীর সঙ্গে নৈশভোজের সুযোগ, কেজরিওয়ালের 'ডিজিটাল' প্রস্তাব

Last Updated:

Dinner with Kejriwal: কেজরিওয়াল বলেন "দিল্লি সরকারের ভাল কাজের ভিডিও আপলোড করুন৷ ট্যুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকে জানান আপনি কীভাবে উপকৃত হয়েছেন৷ কেজরিওয়ালকে সুযোগ দিন৷ ভাইরাল করুন উন্নয়ন৷"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেজরিওয়ালের আকর্ষণীয় অফার৷ সরকারের উন্নয়নমূলক ভিডিও শেয়ার করলেই মিলবে খোদ মুখ্য়মন্ত্রীর সঙ্গে নৈশভোজের সুযোগ বা ডিনার উইথ কেজরিওয়াল (Dinner with Kejriwal)৷ সোশ্য়াল মিডিয়ায় (Social Media) সবচেয়ে বেশি শেয়ারেই থাকবে অগ্রাধিকার৷ সোমবার দিল্লিবাসীর কাছে এমনই প্রস্তাব ছু়ড়ে দিলেন মুখ্যমন্ত্রী (Chief Minister) অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)৷
অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল
advertisement

কেন আচমকা এমন সিদ্ধান্ত? সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে জনপ্রিয়তম প্লাটফর্ম৷ রাজনীতির অঙ্গনেও নিজের একটা জায়গা করে নিয়েছে সামাজিক মাধ্যমগুলি৷ পাঁচ রাজ্যে ভোটের মুখে আম আদমি পার্টির (AAP) সুপ্রিমো এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাই বেছে নিয়েছেন ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিনার উইথ কেজরিওয়াল (Dinner with Kejriwal)৷

সোমবার কেজরিওয়াল জানান, সোশ্যাল মিডিয়ায় দিল্লি সরকারের ভাল কাজের ভিডিও আপলোড করতে হবে। 'ভালো' (Good Work) অর্থাৎ উন্নয়নমূলক ৷ উন্নয়নের প্রচার ছড়িয়ে দিতে হবে দেশের অলি-গলি-পাকস্থলীতে৷ বিনামূল্যে বিদ্যুৎ, জল সরবরাহ, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক প্রকল্পের মতো একাধিক কাজ করেছে আপ সরকার৷ দিল্লিবাসীর কাছে তাঁর অনুরোধ পঞ্জাব, উত্তরপ্রদেশ, গোয়া এবং উত্তরাখণ্ডের ভোটারদের কাছেও পৌঁছে দিতে হবে সেই উন্নয়নের খতিয়ান৷ যাতে প্রকল্পগুলির সুযোগ পান তাঁরাও ৷ ক্ষমতায় এলে সব জনহিতকর প্রকল্প পৌঁছে যাবে দেশের বাকি রাজ্যও৷

advertisement

আরও পড়ুন: আইএএস ক্যাডার রুলের বিরোধিতা, কেরল-তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে!

কেজরিওয়াল বলেন ‘‘দিল্লি সরকারের ভালো কাজের ভিডিও আপলোড করুন৷ ট্যুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকে জানান আপনি কীভাবে উপকৃত হয়েছেন৷ কেজরিওয়ালকে সুযোগ দিন৷ ভাইরাল করুন উন্নয়ন৷"

তিনি আরও জানান, দেশ নয়৷ বিদেশের মাটিতেও নিজের ছাপ রেখেছে দিল্লি ৷ জাতিপুঞ্জের প্রতিনিধিরা দিল্লির মহল্লা ক্লিনিকগুলি দেখতে এসেছিলেন। মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী এখানে স্কুল পরিদর্শন করেছেন। ২৪ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছে দিল্লি। এইসব সম্ভব হয়েছে দিল্লির মানুষ সুযোগ দিয়েছেন বলে ৷ সেই সুযোগ বাকিরাও পাক।

advertisement

আরও পড়ুন: গুলি চালিয়ে বাচ্চাদের ক্রিকেট খেলা আটকাতে গিয়েছিলেন মন্ত্রীর ছেলে, বিহারে তারপর যা হল..

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পাঁচ রাজ্যে নির্বাচন (Assembly Election) আসন্ন৷ চড়ছে উত্তেজনার পারদ৷ রাজনৈতিক মহলে বাড়ছে তরজা৷ ক্ষমতা দখলের লড়াইয়ে পিছিয়ে নেই কেউ ৷ পঞ্জাবে অনেকটাই এগিয়ে আপ৷ এর আগে পঞ্জাবের মানুষ কেমন প্রার্থী চান, জনগণের থেকে তা জানতে চেয়েছিলেন কেজরিওয়াল৷ উত্তরপ্রদেশেও চেয়েছেন জনগণের সমর্থন-চিঠি৷ উত্তরপ্রদেশ নির্বাচনে আপ খাতা খুলতে পারে কিনা, মানুষের চোখ সেদিকে রয়েছে বই কী! মাটি কামড়ে পড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী৷ এবারের মাটি অবশ্য ডিজিটাল মাটি ৷ সর্বাধিক শেয়ারেই সুবর্ণসুযোগ৷ তা আবার যেমন-তেমন নয়৷ ভোটপর্ব মিটলেই 'ডিনার উইথ কেজরিওয়াল'(Dinner with Kejriwal)৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Dinner with Kejriwal: সরকারের উন্নয়নমূলক ভিডিও শেয়ার করলেই মিলবে মুখ্য়মন্ত্রীর সঙ্গে নৈশভোজের সুযোগ, কেজরিওয়ালের 'ডিজিটাল' প্রস্তাব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল