দিল্লি-হরিয়ানা-সিঙ্ঘু সীমান্তে চলা কৃষি আন্দোলনের আজ এগারো দিন। বিল নিয়ে কেন্দ্রের সঙ্গে করা পঞ্চম বৈঠকে এখনও পর্যন্ত সুফল মেলেনি।
প্রতিবাদী কৃষকদের হয়ে দিলজিৎ বলেন, “আমাদের কৃষক ভাইদের দাবি শোনার জন্য সরকারের কাছে আমার বিনীত অনুরোধ। আমি মিডিয়াকেও অনুরোধ করব যে, ভিডিও দেখানো হোক শান্তিপূর্ণ ভাবে এই আন্দোলন জারি রয়েছে। সারা দেশবাসী আমাদের সঙ্গে রয়েছেন। পাশাপাশি, সরকারের সমর্থনও আমাদের প্রয়োজন।"
দিলজিৎ কৃষক নেতাদের উদ্দ্যেশে বলেন, "এই আন্দোলন ভারতে ইতিহাস রচনা করল। যা আগামী প্রজন্মকেও প্রভাবিত করবে। যতক্ষণ সরকার আমাদের দাবি না মেনে নিচ্ছেন, তত ক্ষণ এই আন্দোলন কোনও ভাবেই বন্ধ হবে না।"
কিছু দিন আগে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের কৃষি আন্দোলন নিয়ে একটি ট্যুইটের কটুক্তি করেছিলেন দিলজিৎ। অভিনেত্রীর পালটা জবাবের অস্বস্তির মুখে পড়তে হয়েছিল তাঁকে। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা বয়ে যায়। কিন্তু দিলজিৎ-র এই পদক্ষেপের জন্য অনেকেই তাঁকে সাধুবাদ জানিয়েছেন।
Written by: Somosree Das