এটিভিএম চালু করার লক্ষ্য ডিজিটাল টিকিটিংকে প্রোৎসাহিত করা, আনরিজার্ভড টিকিটিং সিস্টেম (ইউটিএস) কাউন্টারে ভিড় কম করা এবং যাত্রীদের নিরবচ্ছিন্ন, ক্যাশলেস ইন্টারফেসের মাধ্যমে দ্রুত অসংরক্ষিত ভ্রমণ টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট পেতে সাহায্য করা। স্মার্ট কার্ড ব্যবহারের সুবিধার মাধ্যমে, যাত্রীরা এখন দ্রুত টিকিট পরিষেবা উপভোগ করতে পারবেন, বিশেষ করে পিক ট্র্যাভেল সময়গুলিতে, যার ফলে প্রচলিত বুকিং কাউন্টারে অপেক্ষার সময় কমবে।
advertisement
আরও পড়ুন – Blue Line Metro Service: কলকাতা মেট্রোয় বড় ধামাকা, বদলে যাবে খোলনলচে, এসি হয়ে যাবে প্ল্যাটফর্ম
নিম্নলিখিত স্টেশনগুলিতে এটিভিএম ইনস্টল করা হয়েছে, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কোকরাঝাড়, আলিপুরদুয়ার জংশন, নিউ মাল জংশন, হাসিমারা, দিনহাটা, দলগাঁও, ফকিরাগ্রাম জংশন, জলপাইগুড়ি রোড, ধুবড়ী, গোসাইগাঁও হাট, বামনহাট, ধুপগুড়ী এবং ফালাকাটা।
আর দাঁড়াতে হবে না লাইনে এভাবে কাটা যাবে টিকিট
এই মেশিনগুলি চালু হওয়ার সঙ্গে-সঙ্গে ম্যানুয়াল টিকিট কেনার পরিবর্তে ইউজার-ফ্রেন্ডলি ডিজিটাল বিকল্প প্রদানের মাধ্যমে যাত্রীদের সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।এই উন্নয়নের মাধ্যমে, আলিপুরদুয়ার ডিভিশন প্রযুক্তিগতভাবে উন্নত, দক্ষ এবং যাত্রী-বান্ধব স্টেশন পরিবেশ তৈরির লক্ষ্যে তার প্রচেষ্টাকে আরও মজবুত করে চলেছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে উদ্ভাবনী ডিজিটাল সমাধান প্রবর্তন এবং এই অঞ্চলে লক্ষ লক্ষ যাত্রীর জন্য রেল ভ্রমণের অভিজ্ঞতা আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।তবে অনেকেই বলছেন ধাপে ধাপে টিকিট কাউন্টারের সংখ্যা কমানো হচ্ছে৷ ফলে যাত্রীদের একটা বড় অংশ পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ছেন ATVM বা অনলাইন টিকিট কাটার ব্যাপারে। তবে রেলের তরফে জানানো হয়েছে যে সব স্টেশনে যাত্রীদের পর্যাপ্ত ভীড় হয়, সেখানেই ATVM দেওয়া হচ্ছে।
