দুর্ঘটনার আগেই হামলার আশঙ্কায় চিঠি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছিল উন্নাওয়ের নির্যাতিতার পরিবার। মঙ্গলবারই সামনে আসে এই তথ্য ৷ তারপরও কেন নিরাপত্তা দিতে ব্যর্থ যোগী আদিত্যনাথ সরকার? প্রশ্নের মুখে উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা। দুর্ঘটনার আগেই তাঁদের প্রাণনাশের আশঙ্কা করেছিলেন নির্যাতিতা। সে কথা জানিয়েই গত ১২ জুলাই দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে একটি চিঠিও দিয়েছিল নির্যাতিতার পরিবার। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছিল, তাঁদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। এদিকে, এই ঘটনায় ফের কাঠগড়ায় উত্তরপ্রদেশ পুলিশ।
advertisement
নির্যাতিতার পরিবারের অভিযোগ, ঘটনার এফআইআর না নিয়ে বিষয়টি গ্রেফতার বিজেপি বিধায়ক কুলদীন সেনগারের সঙ্গে বোঝাপড়া করার পরামর্শ দিয়েছিল পুলিশই। পরিবারের অভিযোগ, গ্রেফতার বিজেপি বিধায়ক কুলদীপ সেনগারের বিরুদ্ধে জেল থেকে হুমকি ফোনের অভিযোগ করল নির্যাতিতার পরিবার। তাদের অভিযোগ, কুলদীপের ষড়যন্ত্রেই নির্যাতিতারল উপর হামলা হয়েছে। পরিবারের অভিযোগ, গত দু’বছর ধরেই তাঁদের এই হুমকি দেওয়া হচ্ছে।