সূত্রের খবর অনুযায়ী, ১২টি বগি লাইনচ্যূত হয়েছে। এর মধ্যে তিনটি বগির গেট, জানালা খোলা যাচ্ছে না। মাটিতে গেঁথে গিয়েছে বগিগুলো। এই বগিগুলিতে আটকে থাকতে বহু যাত্রী। এই বগিগুলি বের করতে পারলে তবেই হতা-হতের আসল সংখ্যা জানা যাবে।
advertisement
রেলমন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, ডিব্রুগড় এক্সপ্রেসের সুরক্ষিত যাত্রীদের জন্য মনকাপুর স্টেশন থেকে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হল। গোন্ডা থেকে মনকাপুর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করেছে রেল
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ২টো ৩৭ মিনিটে উত্তরপ্রদেশের গোণ্ডা এবং ঝিলাডির মাঝে অবস্থিত পিকাউরায় এই দুর্ঘটনাটি ঘটে৷ অসমর্থিত সূত্রের খবর, ইতিমধ্যেই এই দুর্ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে৷ আহত কমপক্ষে ২০ জন৷
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আধিকারিকদের ত্রাণসামগ্রী নিয়ে ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন আধিকারিকদের। দ্রুতগতিতে চলছে ত্রাণ তৎপরতা। লাইনচ্যুত কোচে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ চলছে। আশপাশের জেলা থেকেও ত্রাণ দল ঘটনাস্থলে পৌঁছেছে।
সূত্রের খবর, ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল৷ আহতের সংখ্যা একাধিক৷ যাত্রীদের অনেককেই ট্রেন থেকে নেমে লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রেললাইনের পাশে৷ সকলেই আতঙ্কিত, বিধ্বস্ত৷