TRENDING:

বদ্রীনাথ দর্শনে পুণ্যার্থীরা, খুলে গেল মন্দিরের দরজা

Last Updated:

তীর্থযাত্রীদের কাঙ্খিত গন্তব্য বদ্রীনাথ। পাহাড়ের কোলে ভগবানের দেশে পৌঁছচ্ছেন পর্যটকরা। দর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। ভ্রমণপিপাসুদের জন্যও যাবতীয় ব্যবস্থা করেছে প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দেরাদুন: তীর্থযাত্রীদের কাঙ্খিত গন্তব্য বদ্রীনাথ। পাহাড়ের কোলে ভগবানের দেশে পৌঁছচ্ছেন পর্যটকরা। দর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। ভ্রমণপিপাসুদের জন্যও যাবতীয় ব্যবস্থা করেছে প্রশাসন।
advertisement

চারপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড় শ্রেণি। আকাশের কোলে তার উদ্ধত গম্ভীর উপস্থিতি। পদে পদে রয়েছে বিপদের ইঙ্গিত। তবু দলে দলে মানুষ ছুটে যায় দেবলোকের সন্ধানে। পাহাড়ের কোলেই ভগবান বদ্রীনাথের অধিষ্ঠান। পুণ্যার্থীদের জন্য খুলে গেল বদ্রীনাথের মন্দিরের দরজা। বৈদিক মন্ত্রোচ্চারণে তৈরি হল ভাবগম্ভীর পরিবেশ। দেবতার আরাধনায় মন্দিরের প্রধান পুরোহিত রাওয়ালজি।

advertisement

প্রতি বছর হাজার হাজার মানুষ বদ্রীনাথকে দর্শন করেন। পর্যটকদের কাছে দেশের অন্যতম কাঙ্খিত গন্তব্য বদ্রীনাথ মন্দির। শুধু তীর্থক্ষেত্র বলে নয়, তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও। এবারও প্রশাসন পর্যটকদের জন্য যাবতীয় ব্যবস্থা রেখেছে। বদ্রীনাথের যাত্রাপথে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গঙ্গোত্রী ও যমুনোত্রীও ইতিমধ্যেই ভ্রমণপিপাসুদের জন্য খুলে দেওয়া হয়েছে।

বাংলা খবর/ খবর/দেশ/
বদ্রীনাথ দর্শনে পুণ্যার্থীরা, খুলে গেল মন্দিরের দরজা