TRENDING:

মুখ্যমন্ত্রীর শপথ নিয়েও ফিরতে হয়েছে স্বামীকে, ট্যুইটারে স্ত্রী লিখলেন চোখে জল আনা কবিতা...

Last Updated:

এটা হেমন্ত...কালের পরিবর্তনের অপেক্ষায় থাকলাম, ট্যুইটে নিজের দুঃখ উজার করলেন স্ত্রী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে সরলেন স্বামী৷ স্ত্রীর মর্মস্পর্শী পোস্ট চোখে জল দেশবাসীর৷ স্বামী দেবেন্দ্র ফড়নবীশের স্ত্রী অম্রুতা ফড়নবীশ ট্যুইটরে লিখলেন কবিতা৷ তিনি লিখেছেন, আমরা আবার ফিরে আসবো৷ নিয়ে আসব একরাশ টাটকা বাতাস৷ এটা হেমন্ত, কালের পরিবর্তনের অপেক্ষা৷ এই ছোট্ট কবিতা তিনি হিন্দিতে লিখেছেন৷ এছাড়া তিনি লিখেছেন যে গত পাঁচ বছরের অভিজ্ঞতা খুবই সুখের ছিল৷ যা ভালবাসা পেয়েছি তাতে আমি আপ্লুত৷ আশা করি আমি আমার কাজ ঠিক করে করতে পেরেছি এবং রাজ্যবাসীকে নিরাশ করিনি৷ আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি৷ আপনাদের বহিনির (মারাঠিতে বৌদিকে বলা হয়) ভূমিকা পালন করতে পেরে খুবই খুশি আমি৷
advertisement

আরও পড়ুন জল খেতে এসেছিল হরিণ, নিমেষে গোটা ছিঁড়ে খেল মস্ত অজগর! ভিডিও সুপার ভাইরাল

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ফেলেছিলেন স্বামী৷ কিন্তু শেষরক্ষা হল না৷ রাজনীতির সমীকরণে নিজেকে ফিরিয়ে আনতে হল৷ ইস্তফা দিতে হল মুখ্যমন্ত্রীর পদ থেকে৷ সরে দাঁড়াতে হল দেবেন্দ্র ফড়নবীশকে৷ স্বামীর এই দুঃসময় পাশে দাঁড়ালেন স্ত্রী অম্রুতা৷ গত পাঁচ বছর স্বামী ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী৷ সেই সূত্রে তিনি ছিলেন রাজ্যের ফার্স্ট লেডি৷ আশা ছিল আরও পাঁচ বছর সেই মর্যাদা বজায় থাকবে৷ দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথও নিয়ে ফেলেছিলেন স্বামী৷ কিন্তু রাজনীতির চালে ভণ্ড হল সব৷ দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী হতে পারলেন না দেবেন্দ্রে৷ ফলে স্ত্রী অম্রুতাও পদস্খলন ঘটছে৷ তিনি আর থাকছেন না বহিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মুখ্যমন্ত্রীর শপথ নিয়েও ফিরতে হয়েছে স্বামীকে, ট্যুইটারে স্ত্রী লিখলেন চোখে জল আনা কবিতা...