তিনি জানিয়েছেন, "ধন্যবাদ বিহার। বিহারের মানুষ এটা পরিস্কার বুঝিয়ে দিয়েছেন তাঁরা বিকাশ চান, জঙ্গলরাজ নয়। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি নেতৃত্বে আজ তাতেই সিলমোহর বসলো। মানুষ নীতিশ কুমারজির ওপর সম্পূর্ণ বিশ্বাস রেখেছেন। আমি বিহারের মানুষকে কোটি কোটি অভিনন্দন জানাই।
বিহারে ১১০ সিটে বিজেপি ভোট লড়ে। আর তার মধ্যে ৬৭ শতাংশ সিটে তাঁরা জয়লাভ করে। যা কিনা ২০১৫ সালের নির্বাচনে ছিল মাত্র ৩৭ শতাংশ। এই জয়ের পুরো কৃতিত্ব প্রাধান মন্ত্রী নরেন্দ্র মোদিজির গরীব কল্যাণ প্রকল্প আর আমাদের সব কঠিন পরিশ্রমী কার্যকর্তাদের প্রাপ্য। আমি টিম বিজেপি বিহারকেও অনেক ধন্যবাদ জানাই।
advertisement
এই করোনাকালেও বিহারের মানুষ ভোটে অংশগ্রহণ করে নিজেদের মত জানিয়ে বিশ্বের কাছে এক নজির গড়েছে। আমি নির্বাচন কমিটিকেও ধন্যবাদ জানাই। দেশের ১১টি রাজ্যের উপনির্বাচনেও বিজেপি সফলতা পেয়েছে। বিহার সহ সব রাজ্যের মানুষ প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তাঁদের বিশ্বাস দেখিয়েছেন। গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, তেলেঙ্গনা সহ অন্য সব রাজ্যের বিজেপি কার্যকর্তাদের আমি শুভেচ্ছা জানাই।" এই বক্তব্য জানিয়েছেন আজ দেবেন্দ্র ফড়নবিশ।