কয়েকদিন আগেই শিবসেনার এক নেতা মুম্বইয়ের বান্দ্রার বিখ্যাত করাচি সুইটস-এর নাম বদলে দেওয়ার জন্য দোকানে গিয়ে হুমকি দেন৷ সেই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়েই করাচিকে একদিন ভারতের অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন ফড়নবিশ৷ তিনি বলেন, 'আমরা অখণ্ড ভারতে বিশ্বাস করি৷ আমরা এটাও বিশ্বাস করি যে একদিন করাচি ভারতের অংশ হবে৷'
গত সপ্তাহেই নীতীন নন্দগাওকর নামে ওই শিবসেনা নেতার একটি ভিডিও ভাইরাল হয়৷ সেখানে দেখা যায় করাচি সুইটস-এর নাম বদলে দেওয়ার জন্য তিনি দোকান মালিককে হুমকি দিচ্ছেন৷ তাঁর দাবি দোকানের নাম থেকে করাচি শব্দটি বাদ দিতে হবে৷ যদিও শিবসেনার তরফে বিধায়কের এই কীর্তিকে সমর্থন করা হয়নি৷ শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানিয়ে দেন, ৬০ বছর ধরে মুম্বইতে করাচি বেকারি ও করাচি সুইটস-এর ব্যবসা রয়েছে৷ ফলে এই নামকরণের সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই৷ তাই নাম বদলের যে দাবি বিধায়ক করেছেন, তা দল সমর্থন করে না৷
advertisement
রবিবার মহারাষ্ট্রের মন্ত্রী এবং এনসিপি নেতা নবাব মালিক বলেন, যদি বিজেপি ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানকে সংযুক্ত করে একটি দেশ গঠন করার উদ্যোগ নেয়, তাহলে তাকে সমর্থন জানাবেন তারা৷ তিনি বলেন, 'দেবেন্দ্রজি বলেছেন যে করাচি একদিন ভারতের অংশ হবে৷ আমরাও বহুদিন ধরে বলে আসছি যে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের সংযুক্তিকরণ করা উচিত৷ বার্লিন দেওয়াল যদি ভেঙে ফেলা যায়, তাহলে ভারত, বাংলাদেশ এবং পািকস্তানকে কেন একটি দেশে পরিণত করা যােব না? বিজেপি যদি এই তিনটি দেশকে মিশিয়ে ফেলতে চায় তাহলে আমরা তাকে সমর্থন করব৷'