TRENDING:

স্ত্রীর সঙ্গে ঝগড়া করায় হাজতবাস করতে হল স্বামীকে

Last Updated:

স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য ঝগড়ার জেরে হাজতবাস করতে হল স্বামীকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য ঝগড়ার জেরে হাজতবাস করতে হল স্বামীকে ৷ ব্যাপারটা খুবই সামান্য ৷ ঘটনার সূত্রপাত দু’জনের মধ্যে ঝগড়া নিয়ে ৷ এরপর রাগের মাথায় কোনও কিছু না ভাবে পুলিশে খবর দিয়ে দেয় স্ত্রী ৷ কিন্তু তারপর মাথা ঠান্ডা হওয়ায় মিটিয়েও ফেল ঝগড়া ৷ কিন্তু ততক্ষণে যা ভুল করার তা তো করেই ফেলেছেন ৷ তার ফোন পেয়ে বাড়িতে হাজির হয়ে যায় পুলিশ ৷ মহিলার স্বামীকে থানায় নিয়ে যেতে চায় ৷ কিন্তু মহিলা তার অভিযোগ প্রত্যাহার করে নিতে চান ৷ এমনকি লিখিতভাবে জানান স্বামীর বিরুদ্ধে তার কোনও অভিযোগ নেই ৷ কিন্তু তা মানতে নারাজ ছিল পুলিশ ৷
advertisement

এরপর মহিলার স্বামী ও ভাইকে বসন্ত বিহার থানায় নিয়ে যাওয়া হয় ৷ দিল্লির ওই দম্পতির বিরুদ্ধে ১০৭ ধারায় মামলা দায়ের করা হয় ৷ আইন অনুযায়ী, স্পেশ্যাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (SEM) এলাকায় একবছর শান্তিরক্ষা করতে মুচলেকা লিখতে নির্দেশ দেন তাদের ৷ মুচলেকা জমা দিয়ে আইনজীবী তার মুক্তি চাইলেও SEM মুচলেকা যাচাই করার জন্য সেটি সফদরজঙ থানায় পাঠান ৷ এর জেরে ওই দুই ব্যক্তিকে দু’দিন জেল হেফাজতে কাটাতে হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বেআইনী ভাবে ওই ব্যক্তিকে থানায় আটকে রাখাত জন্য হাই কোর্টের দ্বারস্থ হয় ওই দম্পতি ৷

বাংলা খবর/ খবর/দেশ/
স্ত্রীর সঙ্গে ঝগড়া করায় হাজতবাস করতে হল স্বামীকে