TRENDING:

Derek O'Brien on TMC expansion in other states: এখনই উত্তর প্রদেশ নয়, ত্রিপুরা- গোয়ার মতো ছোট রাজ্যই প্রথম টার্গেট তৃণমূলের: ডেরেক

Last Updated:

শোনা যাচ্ছে গোয়ার বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিতে ইচ্ছুকদের সংখ্যা বাড়ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ত্রিপুরার পর এবার গোয়া৷ ফের কংগ্রেসে ভাঙন ধরিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোকে দলে নিচ্ছে তৃণমূল৷ শোনা যাচ্ছে গোয়ার বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিতে ইচ্ছুকদের সংখ্যা বাড়ছে৷ গোয়ায় দলের সংগঠন বিস্তারে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে ডেরেক ও ব্রায়েনকে৷ এই মুহূর্তে আর সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোয়াতেই ঘাঁটি গেড়ে রয়েছেন ডেরেক৷ কংগ্রেসে ভাঙন ধরিয়ে দলে নেতাদের নেওয়া, বিরোধী জোটের ভবিষ্যৎ, পশ্চিমবঙ্গে উপনির্বাচন সহ বিভিন্ন বিষয়ে নিউজ ১৮ বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎ দিয়েছেন ডেরেক ও ব্রায়েন৷
গোয়ায় তৃণমূলের সংগঠন বিস্তারের দায়িত্বে ডেরেক ও ব্রায়েন৷
গোয়ায় তৃণমূলের সংগঠন বিস্তারের দায়িত্বে ডেরেক ও ব্রায়েন৷
advertisement

উপনির্বাচন থেকে আপনাদের প্রত্যাশা কী?

ফল তো সবাই জানেন৷ বিজেপি পরাজিত হবে৷ ওরা বড় বড় কথা বলে৷ তৃণমূল তো জিতবেই, কিন্তু প্রশ্ন হল মোদি এবং শাহ কোথায়? এবার তাঁরা প্রচার না করে পালিয়ে গেলেন কেন? এই প্রশ্নের উত্তরেই ভবানীপুরের উপনির্বাচনের ফল স্পষ্ট৷ যে কাউকে প্রশ্ন করে দেখুন নরেন্দ্র মোদির মোকাবিলা কে করতে পারেন? উত্তর হল মমতা বন্দ্যোপাধ্যায়৷ এটাই বাস্তব৷ আমি গোয়ায় প্রায় এক সপ্তাহ ধরে রয়েছি, আরও কয়েক সপ্তাহ এখানেই থাকব৷ কিন্তু গোয়াতেও এই ধারণা তৈরি হয়েছে৷

advertisement

আপনারা গোয়াকে বাছলেন কেন?

মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এখন অন্যান্য রাজ্যেও সংগঠন বিস্তার করতে চাইছি৷ তাই আমাদের ভাবনাটা অন্যরকম৷ ত্রিপুরায় আমাদের লড়তেই হত৷ কারণ ত্রিপুরা ছোট রাজ্য এবং আমাদের রাজ্যের মতোই সেখানকার মানুষ মূলত বাংলা ভাষায় কথা বলেন৷ গোয়াও ছোট রাজ্য৷ উত্তর প্রদেশে আমরা অনেক আসনে লড়ব, এমন দাবি আমরা করছি না৷ তার জন্য সময় লাগবে৷ তার জন্য লোকবল, সংগঠনের প্রয়োজন হয়৷ উত্তর প্রদেশে হয়তো আমরা ২০২৪-এর লোকসভা নির্বাচন বা তার পরে লড়ব৷ তার আগে ২০২৩ সালে ত্রিপুরার বিধানসভা নির্বাচন, আগামী বছর গোয়ার বিধানসভা নির্বাচনে আমরা লড়াই করব৷ আমরা ছোট দু'টি রাজ্যকে বেছে নিয়েছি৷ আর সেখানে মোদি, শাহ, বিজেপি-কে পরাজিত করতেই হবে৷

advertisement

আরও পড়ুন: মমতার প্রশংসা করে ইস্তফা লুইজিনহোর, তালিকায় গোয়ার আরও অনেক নাম, দাবি তৃণমূলের

লুইজিনহো ফেলেইরো কি তৃণমূলে যোগ দিচ্ছেন? উনি তো ইস্তফা দিয়ে বলেছেন গোয়ার একজন স্ট্রিট ফাইটারকে প্রয়োজন৷

এই প্রশ্নের উত্তর উনি নিজের মুখেই দেবেন৷ আমার পক্ষে এখন এ বিষয়ে কিছু বলা উচিত হবে না৷ মমতা বন্দ্যোপাধ্যায় একজন স্ট্রিট ফাইটার এ কথা ঠিক৷ তিনি তিন বারের মুখ্যমন্ত্রী৷ শুধু রাস্তার লড়াকু নেত্রী নন, উনি সুশাসন করেছেন৷ যার সম্মিলিত ফল এটা৷ আমানুষের জীবনে অবদান রাখলে এবং সংবিধান মেনে চললে মানুষ আপনাকেই বেছে নেবে৷

advertisement

অনেক কংগ্রেস নেতাই দলবদল করতে চান৷ আপানারা কেন কংগ্রেসকেই টার্গেট করছেন?

আমরা কংগ্রেসকে টার্গেট করছি এটা সত্যি নয়৷ কোনও না কোনও কংগ্রেস নেতা আজ নয় কাল আমাদের দলে যোগ দেবেনই, কিন্তু আমরা কোনও রাজনৈতিক দলকে নিশানা করছি না৷ আমরা একমাত্র বিজেপি-কেই টার্গেট করছি৷ বিজেপি প্রতিশ্রুতি রক্ষা করেনি৷ আমরা অন্য রাজ্যে ছড়িয়ে পড়তে চাই৷ আমাদের দলে হাইকম্যান্ড সংস্কৃতি নেই, যেটা বিজেপি-তে রয়েছে৷ গোয়াতে আমাদের দলের ভাবনা পরিষ্কার- এটা গোয়ার মানুষের দল, গোয়ার মানুষের জন্য একটা দল৷

advertisement

গোয়া বাস্তবে আপনাদের শক্তি কতটা?

গোয়ায় মাত্র এক সপ্তাহ আগে তৃণমূলের সাংসদরা এসেছেন৷ কিন্তু এখানে আমরা জুন মাস থেকে নিচুতলায় সংগঠন তৈরির কাজ করছি৷ এর দু' মাস পর দলের মনে হয়েছে গোয়ায় সত্যিই আমাদের এগনো উচিত৷ আমরা গোয়ায় নির্বাচনে লড়ব৷ গোয়ায় নাগরিক সমাজের বিশিষ্ট জনদের সঙ্গে আমরা দেখা করছি৷ তার মধ্যে লেখক, নাট্যকার, শিল্পী অনেকেই আছেন৷ তাঁরা আমাদের দলে যোগ দিন বা দিন, প্রত্যেকেই বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন যে আমরা বাংলার ফলে খুব খুশি এবং উনি লক্ষ্যে পৌঁছতে পারবেন৷'

কিন্তু আপনারা বিরোধী দলগুলি যদি পরস্পরের বিরুদ্ধে লড়াই করেন তাহলে জাতীয় স্তরে ঐক্যের কী হবে?

তৃণমূল বলছে যাঁরা দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছে তাঁদের ক্ষমতা থেকে সরাতে হবে৷ এতদিন কংগ্রেস সেই চেষ্টা করেছে৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন যে বিজেপি-কে কীভাবে হারানো যায়৷ তাই এটাই আমাদের কাছে সবথেকে ভাল সুযোগ৷ বাংলায় নির্বাচনের আগেও সবাই জোটের কথা বলেছিল৷ কিন্তু অন্যরা শূন্য পেয়েছে৷ গোয়াতেও সেই একই পরিস্থিতি তৈরি হয়েছে৷

তৃণমূলকেই কি আপনারা একমাত্র বিরোধী শক্তি হিসেবে তুলে ধরতে চাইছেন?

আমরা কোনও বড় রাজ্যে লড়াই কথা বলছি না৷ আমরা বড় বড় দাবি করি না৷ আমরা সঠিক রণকৌশল নিয়ে এগোচ্ছি৷ আমরা ধীরে ধীরে এগোতে চাই৷ বিশ্বাসযোগ্যতার নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় সবার থেকে এগিয়ে৷ নোট বাতিলের সময় কংগ্রেস কোথায় ছিল? শিবসেনা আমাদের সমর্থন করেছিল৷ ওমর আবদুল্লাহ আমাদের সঙ্গে ছিলেন৷ আম আদমি পার্টিও আমাদের সঙ্গে ছিল না৷ কৃষক আন্দোলনের দিকেও তাকিয়ে দেখুন তৃণমূল কী করেছে!

তাহলে ২০২৪ সালে জাতীয় স্তরে কী হবে?

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

কেন্দ্র থেকে বিজেপি-কে বিদায় নিতেই হবে৷ দেখুন ওরা দেশের অবস্থা কী করেছে৷ আরএসএস-এর মতাদর্শ বদলাতে হবে৷ ২০২৪-এ বিরোধী ঐক্য থাকবে না বা ভাগ হয়ে যাচ্ছে, এ কথা ঠিক নয়৷ আসল ঘটনা হল আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলান তা রক্ষা করেছি৷ বিজেপি গণতন্ত্রকে দুর্বল করছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Derek O'Brien on TMC expansion in other states: এখনই উত্তর প্রদেশ নয়, ত্রিপুরা- গোয়ার মতো ছোট রাজ্যই প্রথম টার্গেট তৃণমূলের: ডেরেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল