TRENDING:

করুণানিধির শোক! অবসাদে অাত্মঘাতী ১

Last Updated:

পরিবারের লোকেরা জানিয়েছেন, সারা দিনই কাঁদছিলেন৷ আর করুণানিধির সুস্থতা কামনা করছিলেন৷ সোমবার রাতে বিষ খেয়ে আত্মঘাতী হন সেলভাকুমার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: জয়ললিতার মৃত্যুর পর খবর এসেছিল একের পর এক আত্মহত্যার৷ প্রিয় নেতা-নেত্রীকে এতটাই আবেগ দিয়ে ভালবাসেন তামিলনাড়ুর মানুষ৷ এবার ডিএমকে সুপ্রিমো এম করুণানিধির শারীরিক অবস্থার অবনতির খবর পেয়েই অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা করলেন এ সেলভাকুমার (৪৬)৷
advertisement

জানা গিয়েছে, তামিলনাড়ুর তুতিকোরিন জেলার এত্তায়াপুরমের বাসিন্দা সেলভাকুমার করুণানিধির একনিষ্ঠ ভক্ত ছিলেন৷ বাড়িতে নেতার ছবি দেবতা জ্ঞানে রাখতেন৷ পেশায় খেতমজুর৷ ডিএমকে-র সর্বক্ষণের কর্মীও৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পুলিশ জানিয়েছে, করুণানিধি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই অবসাদে ভুগছিলেন তিনি৷ পরিবারের লোকেরা জানিয়েছেন, সারা দিনই কাঁদছিলেন৷ আর করুণানিধির সুস্থতা কামনা করছিলেন৷ সোমবার রাতে বিষ খেয়ে আত্মঘাতী হন সেলভাকুমার৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
করুণানিধির শোক! অবসাদে অাত্মঘাতী ১