সংসদের বাজেট অধিবেশন শুরু হল মঙ্গলবার। প্রথামাফিক সেন্ট্রাল হলে লোকসভা ও রাজ্যসভা সদস্যদের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন রাষ্ট্রপতি। নানা ইস্যুতে বিরোধীদের প্রতিবাদ-বিক্ষোভের জেরে আগের দুটি অধিবেশন কার্যত পণ্ড হয়ে যায়। কোনও বিলই পাশ করানো যায়নি । তাই বিরোধীদের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বার্তা, সংসদ গন্ডগোলের জায়গা নয় ৷ অধিবেশনের আগে সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই আর্জিই রাখেন বিরোধীদের কাছে। এদিনও ফের রাষ্ট্রপতির সঙ্গে সুর মিলিয়েছেন তিনি।
advertisement
বিভিন্ন ইস্যুতে আলোচনার দাবি কেন্দ্র মেনে নিলেও বিরোধীরা খড়্গহস্ত মোদি সরকারের বিরুদ্ধে। রোহিত ভেমুলা, জেএনইউ ও জাঠ ইস্যুতে জাতীয় রাজনীতি এখন যতটা সরগরম, তাতে অধিবেশন নির্বিঘ্ন হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন পর্যবেক্ষকরা ৷
Location :
First Published :
February 23, 2016 3:19 PM IST