বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বাজেটে দিল্লির জন্য আরও বেশি অর্থ বরাদ্দের পক্ষেই সওয়াল করলেন কেজরিওয়াল৷ তাঁর বক্তব্য, 'আগামী বাজেটে দিল্লির জন্য আরও বেশি করে টাকা বরাদ্দ করুক কেন্দ্র৷ তাঁর কথায়, 'আমরা দিল্লির দূষণ নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ চাইছি৷ একই সঙ্গে পঞ্জাব ও হরিয়ানার জন্যও দূষণ নিয়ন্ত্রণে পর্যাপ্ত অর্থ চাইছি৷'
তাঁর কথায়, 'আমি কেন্দ্রকে চিঠি লিখব, আবেদন জানাবো, বাজেটে দিল্লির জন্য যত বেশি পরিমাণ অর্থ বরাদ্দ করা হোক৷ নির্বাচনের সঙ্গে কেন্দ্রের বাজেট ঘোষণাকে আমরা এক করে দেখবো না৷ কারণ, এতে দিল্লিবাসীরই ভালো হবে৷'
advertisement
১৫ জন আপ বিধায়ককে এ বারে টিকিট দেয়নি আপ৷ তা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে৷ বুধবার কংগ্রেসের তরফে দাবি করা হয়, ওই ১৫ জন বিধায়ক কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছে টিকিটের আশায়৷ এ বিষয়ে অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য, 'সব দলই চেষ্টা করছে দল ভাঙানোর৷ কিন্তু আপ একটি পরিবারের মতো৷ ওই ১৫ জন বিধায়ক আমাদেরই পরিবারেরই সদস্য৷ আমার আশা, এই পরিবারে কোনও দিনও ভাঙন ধরবে না৷'