দিল্লির দ্বারকা এলাকা থেকে অভিনব প্রকাশ নামে এক যুবককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। বেসরকারি একটি বিমান সংস্থায় ট্রেনি হিসেবে কাজ করেন বছর চব্বিশের এই যুবক। বৃহস্পতিবার সন্ধ্যায় পুণেগামী স্পাইস জেটের বিমানে বোমাতঙ্ক এবং হুমকি ফোনের জেরে থমকে গিয়েছিল উড়ান। সেদিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে টেক অফ করার কথা ছিল বিমানটির। হুমকি ফোনের জেরে ওড়েনি বিমানটি।উড়ানটিতে চিরুনি তল্লাশি চালানো হয়। ডাকা হয় বম্ব স্কোয়াডকে। কিন্তু কিছুই মেলেনি।
advertisement
আরও পড়ুন: দক্ষিণ ভারত ঘোরার সুবর্ণ সুযোগ! IRCTC-র নতুন প্যাকেজ, কত খরচ? জেনে নিন
পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেছেন, ‘‘সিআইএসএফ ও দিল্লি পুলিশের আধিকারিকরা এমনিতেই সদা সতর্ক থাকেন। ফোন করে এক ব্যক্তি জানান যে, বিমানে বোমা রাখা রয়েছে। তৎক্ষণাৎ বিমানটিকে আইসোলেট করে চিরুনি তল্লাশি চালানো হয়। তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।’’
বোমা রাখা আছে এমন ফোন আসার পরেই বিমান ফাঁকা করে দেওয়া হয়। চলে আসে বম্ব ডিসপোজাল স্কোয়াড। বিমানের ১৮২ জন যাত্রী, কর্মীদেরও তল্লাশি নেওয়া হয়। তবে, কোনও বোমা মেলেনি। এরপর বোমা থাকার খবরকে 'ভুয়ো কল' বলে ঘোষণা করে স্পাইস জেট কর্তৃপক্ষ। পুলিশে অভিযোগ দায়ের করে স্পাইসজেট কর্তৃপক্ষ।
আরও পড়ুন: গঙ্গাবিলাসের উদ্বোধন প্রধানমন্ত্রী মোদির, জানুন এর টিকিটের দাম-বাকি তথ্য
এত কিছুর পরে দিল্লির দ্বারকা থেকে গ্রেফতার করা হয় অভিনব প্রকাশকে।পুলিশি জেরায় ধৃত যুবক অভিনব প্রকাশ জানিয়েছেন, কিছুদিন আগে মানালি বেড়াতে গিয়ে প্রেমে পড়ে তাঁর দুই বন্ধু বান্টি এবং কুণাল। বৃহস্পতিবার ওই দুই তরুণীর পুণে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু, দুই বন্ধু তাঁদের বান্ধবীদের সঙ্গে আরও কিছুক্ষণ সময় কাটাতে চেয়েছিলেন। সেই কারণেই বোমাতঙ্কের ভুয়ো ফোনের পরিকল্পনা।
তিনি জানিয়েছেন, বিমান ছাড়ার কিছক্ষণ আগেই নিজের মোবাইল থেকে স্পাইসজেটে ফোন করেন । বিমান সংস্থার পরেই সে ফোন করে বিমানে বসে থাকা দুই তরুণীকে। গুরুগ্রামে একটি বিমান সংস্থার অফিসে ট্রেনির কাজ করেন অভিনব প্রকাশ। যে বন্ধুদের জন্য এত কাণ্ড, অভিনবের গ্রেফতারির খবর পেয়েই গা ঢাকা দিয়েছেন তাঁরা। পুলিশ ওই যুবকদের খোঁজে তদন্ত করছে।