TRENDING:

নেশার প্রতিবাদের ‘শাস্তি’, বিবস্ত্র করে মারধর মহিলা কমিশনের সদস্যকে

Last Updated:

নেশার প্রতিবাদের ‘শাস্তি’, বিবস্ত্র করে মারধর মহিলা কমিশনের সদস্যকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #নয়াদিল্লি: রাজধানীকে আক্রান্ত খোদ মহিলা কমিশনের সদস্য ৷ নেশার বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় দিল্লিতে বিবস্ত্র করে ঘোরানো হল এক মহিলাকে । লোহার রড দিয়ে তাঁকে বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ। উত্তর পশ্চিম দিল্লির নারেলার ঘটনা। নিগৃহীতা দিল্লির মহিলা কমিশনের সঙ্গে যুক্ত।
advertisement

পুলিশের মদতেই নাকি বহুদিন ধরে নারেলাতে চলে বেআইনি মদের ব্যবসা ৷ সেই কাজেরই প্রতিবাদ জানিয়েছিলেন ওই মহিলা ৷ তারই উদ্যোগে বেআইনি মদের বিরুদ্ধে অভিযানে নামে স্থানীয় থানা। পুলিশের সঙ্গে ছিলেন নেশা মুক্তি পঞ্চায়েতের ওই সদস্যাও।

এক মহিলার কাছ থেকে মদ বাজেয়াপ্ত করায়, ওই অভিযুক্ত দলবল জুটিয়ে  পুলিশের সামনেই মহিলা কমিশনের সদস্য ওই মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। এক পুলিশকর্মী দুষ্কৃতিদের হাত থেকে মহিলাকে বাঁচাতে এগিয়ে এলে তাঁকেও বেধড়ক মারধর করা হয় ৷ নির্যাতিতাকে বিবস্ত্র করে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ রাস্তা ঘোরানো হয়। পুরো ঘটনার ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন  নির্যাতিতা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যদিও রোহিণীর ডিসিপি রজনীশ গুপ্তা দিল্লি মহিলা কমিশনের অভিযোগ খারিজ করেন। তাঁর দাবি, ওই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হয়নি। মারধরে তার জামা ছিঁড়ে যায়। পুলিশের দাবি, অভিযুক্তরা সকলেই মহিলা। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই মহিলাকে আটক করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
নেশার প্রতিবাদের ‘শাস্তি’, বিবস্ত্র করে মারধর মহিলা কমিশনের সদস্যকে