দিল্লি পুলিশের যুক্তি, দিল্লির পরিস্থিতি থমথমে৷ এই মুহূর্তের কপিল মিশ্র, অনুরাগ ঠাকুরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে নতুন করে হিংসা ছড়াতে পারে৷
এ দিন দিল্লি পুলিশ জানায়, ১০৬ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে৷ সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷ কিন্তু এই মুহূর্তে উস্কানিমূলক মন্তব্যের জন্যে কাউকে গ্রেফতার করা হলে পরিস্থিতি ফের হাতের বাইরে চলে যেতে পারে৷
advertisement
বুধবারই দিল্লি হাইকোর্ট জানিয়েছিল,উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে৷ বিচারপতি এস মুরলিধর ও বিচারপতি তলবন্ত সিংহের বেঞ্চ ওই দিন দিল্লি পুলিশকে ভর্ৎসনা করে বলে, আপনারা সরকারি সম্পত্তি নয়ছয়ের ঘটনায় এফআইআর করছেন৷ কিন্তু উস্কানিমূলক মন্তব্যের ক্ষেত্রে কেন নিস্ক্রিয় আপনারা৷ সলিসিটর জেনারেল তুষার মেহতা বিষয়টি জানেন না বলায়, আদালত কক্ষেই কপিল শর্মার বক্তব্যের ভিডিও চালিয়ে দেওয়া হয়৷ তড়িঘড়ি এফআর দায়ের করতে নির্দেশ দেওয়া হয় দিল্লি পুলিশকে৷