TRENDING:

Delhi Violence: অগ্নিগর্ভ পরিস্থিতি, দিল্লির অশান্ত এলাকায় শ্যুট অ্যাট সাইটের নির্দেশ

Last Updated:

মৌজপুর, জাফরাবাদ, চাঁদবাগ ও করাবল নগরে ১৪৪ ধারা জারি করল পুলিশ প্রশাসন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অগ্নিগর্ভ রাজধানী ৷ প্রায় যুদ্ধক্ষেত্রে পরিণত উত্তর-পূর্ব দিল্লি ৷ উত্তপ্ত এলাকা গুলিতে পরিস্থিতি আয়ত্তে আনতে শ্যুট অ্যাট সাইট-এর নির্দেশ ৷ দিল্লির ৭ জায়গায় এলাকায় কার্ফু জারি ৷ মৌজপুর, জাফরাবাদ, চাঁদবাগ, করাবল নগর, গাজিয়াবাদ ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করল পুলিশ প্রশাসন ৷
advertisement

রাজধানীতে আবারও অশান্তির আগুন। যত সময় গড়াচ্ছে আরও অবনতি হচ্ছে পরিস্থিতির ৷ উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকা রণক্ষেত্রে পরিণত। মৃতের সংখ্যা চার থেকে বেড়ে ১১। অশান্তি কমার বদলে ক্রমাগত বেড়েই চলেছে ৷ নর্থ-ইস্ট দিল্লির করাবল নগর, মৌজপুর, চাঁদবাগ ও বাবরপুরে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা ৷

হিংসায় জখম কম করে ১৫০ জন ৷ এখনও পর্যন্ত ৫৬ জন আধাসেনা আহত হয়েছে বলে খবর ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন ৩৫ কোম্পানি আধাসেনা মোতােয়েন৷ মার্কিন প্রেসিডেন্টের সফরের মাঝেই দিল্লিতে হিংসার আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে পুলিশ। শান্তি ফেরাতে সেনা নামানোর আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের। সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন MIM-এর নেতা আসাদুদ্দিন ওয়াইসিও। যদিও সেনা নামানোর সম্ভাবনা উড়িয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Violence: অগ্নিগর্ভ পরিস্থিতি, দিল্লির অশান্ত এলাকায় শ্যুট অ্যাট সাইটের নির্দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল