বিচারপতি অরবিন্দ কুমার ও এন ভি অঞ্জারিয়া-র ডিভিশন বেঞ্চ এই রায় দেবেন। গত ১০ ডিসেম্বর উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত রায় ঘোষণার কথা করেছে।
এই প্রসঙ্গে, দিল্লি পুলিশের পক্ষে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা ও অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু। অন্যদিকে অভিযুক্তদের পক্ষে যুক্তি তুলে ধরেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল, অভিষেক সিঙ্ঘভি, সিদ্ধার্থ দাভে, সলমান খুরশিদ এবং সিদ্ধার্থ লুথরা।
advertisement
অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ (UAPA) এবং তৎকালীন ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। দিল্লি পুলিশের অভিযোগ, ২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে সংঘটিত হিংসার ‘মাস্টারমাইন্ড’ ছিলেন তাঁরা। এই হিংসার ঘটনায় মোট ৫৩ জনের মৃত্যু হয় এবং ৭০০-র বেশি মানুষ আহত হন।
উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এবং জাতীয় নাগরিক পঞ্জি (NRC)-র বিরুদ্ধে চলা আন্দোলনের মধ্যেই ওই হিংসার ঘটনা ঘটে।
এর আগে, গত ২ সেপ্টেম্বর দিল্লি হাই কোর্ট ‘বৃহত্তর ষড়যন্ত্র’ মামলায় অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে দেয়। এরপরই তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা।
