Pickleball In Purulia: ক্রিকেট-ফুটবল নয়, মোবাইল থেকে শিশুদের সরাতে পুরুলিয়ায় এবার পিকেল বল!
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Purulia News: খেলাধুলায় আকর্ষণ বাড়াতে অভিনব উদ্যোগ, পুরুলিয়ায় প্রথম পিকেল বল খেলার সুযোগ!
পুরুলিয়া : সময় যত এগোচ্ছে শিশুরা তত বেশি মোবাইলে আসক্ত হচ্ছে। হারিয়ে যাচ্ছে মাঠ, ফলে খেলাধুলার প্রতি আগ্রহ কমছে শিশুদের। ধীরে , ধীরে অন্ধকারের দিকে এগোচ্ছে তাদের ভবিষ্যৎ। তাই খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে পুরুলিয়ায়। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে পুরুলিয়া শহরে তৈরি করা হয়েছে কৃত্রিম প্লে গ্রাউন্ড।
এই প্লেগ্রাউন্ডে খেলাধুলো করতে পারবে শিশুরা। পাশাপাশি বড়রাও এই প্লেগ্রাউন্ডে খেলার সুযোগ পাবে। এইখানে পিকেল বল খেলার জন্য তৈরি করা হয়েছে একটি কোট। যা পুরুলিয়ার বুকে একেবারেই প্রথম। পিকেল বল হল একটি জনপ্রিয় র্যাকেট খেলা। সারা বিশ্ব জুড়ে এই খেলার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। খানিকটা টেনিসের মতো ধাঁজে এই খেলা হয়। একসাথে দুজন অথবা চারজন খেলতে পারে পিকেল বল। পুরুলিয়াতে এই খেলার পরিচিতি সেভাবে নেই। তাই বাচ্চাদের আকর্ষণের অন্যতম অংশ হয়ে উঠতে চলেছে এই খেলা।
advertisement
advertisement
এ বিষয়ে শিল্পপতি নরেশ আগারওয়াল বলেন, বর্তমানে সকলেই মোবাইলে আসক্ত। সামান্য সময় বেরোলেও মাঠে যাওয়া হয়ে ওঠে না। তাই তাদের কথা চিন্তা করেই এই প্রচেষ্টা। খুব ইজি ও মডার্ন একটি গেম এটি। কোনও বয়স সময় সীমা নেই এই গেম খেলার। অ্যাপের মাধ্যমে বুকিং করে এই গেম খেলা যাবে। বাচ্চাদের পাশাপাশি বড়রাও আনন্দ উপভোগ করতে পারবে এখানে।
advertisement
হাজারো কর্মব্যস্ততার মাঝে মানসিকভাবে শান্তি খুঁজে নিতে অনেকেই স্পোর্টস অ্যাকটিভিটির খোজে থাকেন। কিন্তু প্রান্তিক এলাকা পুরুলিয়াতে সেইভাবে কোন স্পোর্টস অ্যাক্টিভিটি নেই। তাই তাদের জন্য আদর্শ হয়ে উঠতে চলেছে এই মডার্ন গেম। শিশুদের পড়াশুনোর পাশাপাশি অত্যাধুনিক গেম খেলার সুযোগ মিলবে এখানে।
Sharmistha Banerjee
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 28, 2026 7:53 AM IST
title=পুরুলিয়া প্রথম পিকেল বল খেলার সুযোগ








