এয়ার পলিউশন মিটারে দূষণের মাত্রা ছাড়িয়েছে ৪১১। যা স্বাভাবিকের থেকে অনেক বেশি। দূষিত বাতাসের জেরে বহু মানুষেরই চোখ জ্বালা করছে, দেখা দিয়েছে শ্বাসকষ্টও । পরিস্থিতি আরও খারাপ হতে পারে আশঙ্কা করেই বুধবার দিল্লির স্কুলগুলিকে বন্ধ রাখারই নির্দেশ দিয়েছে দিল্লি সরকার ৷ অন্তত প্রাইমারি স্কুলগুলি আগামীকাল বন্ধই থাকবে রাজধানীতে ৷ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন বলেন, ‘‘প্রতি বছরই এ সময়ে দিল্লি একটা গ্যাস চেম্বারে পরিণত হয়।’’ তাই আগামী ক’দিনের জন্য দিল্লির স্কুলগুলিকে বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।
advertisement
দিল্লিতে স্বাস্থ্যে জরুরি অবস্থা জারির আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যেই চিঠি দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। জন সাধারণকে বাড়িতেই থাকার আর্জি জানিয়েছে আইএমএ। পাশাপাশি ১৯ নভেম্বর দিল্লি ম্যারাথন পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। ধোঁয়াশায় দৃশ্যমানতা কম থাকায় রেল পরিষেবাও এদিন বিঘ্নিত হয়।