পূর্ব দিল্লির শাহদরা এলাকায় রাস্তার পাশ দিয়ে হাঁটছিল এক যুগল। রাতের বেলা তাদের একা পেয়ে তাদের কাছ থেকে টাকা ও গয়নাগাটি ছিনতাই করার উদ্দেশ্যে নিয়ে তাঁদের পথ আটয় দাঁড়ায় দুই বাইক আরোহী যুবক। তারপর যুবকের কাছ থেকে দুষ্কৃতীরা মোটা টাকা দাবি করতে থাকে। মুখের কথায় কাজ না হওয়ায় ওই দুজনের মধ্যে একজন যুবকের গায়ে হাত দেয়।
advertisement
আরও পড়ুন: রথ মানেই পুরী, কিন্তু জানেন কি পুরীর রথের বিশেষত্ব? জানলে মন ভরে যাবে
তারপর ওই যুবকের পকেটে হাত দিয়ে টাকা বের করতে চেষ্টা করে। আর তারপরেই ঘটে এই অদ্ভুত ঘটনা। যুবকের পকেটে থেকে মেলে মাত্র কুড়ি টাকা। তাদের কাছে কুড়ি টাকার নোট ছাড়া আর কিছু না থাকায় দুষ্কৃতিরা ওই টাকা তো নেয় না। বরং যুবককে তারা উল্টে ১০০ টাকা ধরিয়ে দিয়ে যায়। তারপর তারা বাইকে করে চলে যায়।
আরও পড়ুন: গল্প হলেও সত্যি! আকাশ ছোঁয়ার উড়ান দিল দুই কৃষক পরিবারের মেয়ে
এই ঘটনাটি ওই যুগল পুলিশকে জানায়। পুলিশ ওই অঞ্চলে থাকা সিসিটিভি ফুটেজে ঘটনাটি দেখে। তবে সেখানে দুষ্কৃতিদের মুখ দেখা যাচ্ছিল না। কারণ তারা দুজনেই হেলমেট পড়েছিল। তারপর ওই এলাকার প্রায় ২০০ টি সিসিটিভি ফুটেজ দেখে দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩০ টি মোবাইল ফোন। পাশাপাশি এও জানা গিয়েছে তারা দুজনেই বেসরকারি সংস্থায় কর্মরত।