পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরও ১০০ কিমি চললেই বাড়ি পৌঁছে যেত রণবীর৷ কিন্তু তা আর হলো না ৷ তীব্র বুকের ব্যথা অনুভব করেছিল রণবীর৷ রাস্তাতেই শুয়ে পড়ে ৷ এলাকার এক দোকানদার তাঁকে উদ্ধার করে জল ও খাবার দিতে চায় ৷ সেই দোকানদারের ফোন থেকেই বাড়িতে শেষবার ফোন করেছিল রণবীর৷ কিন্তু কোনও পদক্ষেপ নেওয়ার আগেই শেষ নিশ্বাস ত্যাগ করে যুবক ৷ মৃত যুবকের সঙ্গে ছিলেন আরও দুই যুবক৷ এই তিন জনই একসঙ্গে দিল্লি থেকে মধ্যপ্রদেশের দিক হেঁটে বাড়ি ফিরছিলেন৷
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের স্ত্রী ও তিন সন্তান রয়েছে ৷ তিনিই ছিলেন একমাত্র পরিবারের রোজগেরে ছেলে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2020 10:29 AM IST