TRENDING:

Delhi republic day parade: ‘কর্তব্য পথ’-এ প্রজাতন্ত্র দিবস পালন, রাজপথের নাম বদলের পর প্রথম বার কুচকাওয়াজ

Last Updated:

Delhi republic day parade: সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় দিল্লির প্রশাসনিক অঞ্চলের যে রূপ বদল শুরু হয়েছে, পাল্টে হওয়া ‘কর্তব্য পথ’ সেই পরিবর্তনের অংশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: ভারতের প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপিত হচ্ছে ‘কর্তব্য পথ’-এ। কয়েক দিন আগেই ঐতিহাসিক রাজপথের নাম পাল্টে ‘কর্তব্য পথ’ দেওয়া হয়েছিল। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় দিল্লির প্রশাসনিক অঞ্চলের যে রূপ বদল শুরু হয়েছে, পাল্টে হওয়া ‘কর্তব্য পথ’ সেই পরিবর্তনের অংশ। সেখানেই প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উড়ল বৃহস্পতিবার সকালে।
প্রজাতন্ত্র দিবস
প্রজাতন্ত্র দিবস
advertisement

রাজধানী দিল্লির রাষ্ট্রপতি ভবন এবং ইন্ডিয়া গেটের মধ্যে দুই কিলোমিটারের রাস্তা। গত বছরের সেপ্টেম্বরে নাম বদলের পর ‘কর্তব্য পথ’-এ প্রথমবার পালিত হল প্রজাতন্ত্র দিবস। সেই পথেই শুরু হয়েছে দিল্লির কুচকাওয়াজ।

আরও পড়ুন: থাকবেন মমতা, ডাক শুভেন্দুকেও! রাজভবনে আজ হাতেখড়ি, বাংলা শিখবেন রাজ্যপাল

আরও পড়ুন: বাগদেবীর আরাধনা হবে না স্কুলে! কারণ, এই একমাত্র পড়ুয়া

advertisement

দেশের ৭৪-তম প্রজাতন্ত্র দিবসে এই প্রথম বার রাষ্ট্রপতি হিসেবে অংশ নিলেন দ্রৌপদী মুর্মু। দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। ওড়িশার সিল্কের শাড়ি পরেছেন তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রঙিন পাগড়ি পরে উপস্থিত হয়েছেন।

দেশকে আত্মনির্ভর করে তোলার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার প্রজাতন্ত্র দিবসে তাই দেশি অস্ত্রেই শক্তি প্রদর্শন করছে ভারত। থাকবে না কোনও বিদেশি অস্ত্র।

advertisement

বিপুল নিরাপত্তা রয়েছে আজ সকাল থেকে। ৬ হাজার নিরাপত্তারক্ষী, ২৪টি হেল্প ডেস্কের বন্দোবস্ত করা হয়েছে উপস্থিত ব্যক্তিদের সুরক্ষার জন্য।

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi republic day parade: ‘কর্তব্য পথ’-এ প্রজাতন্ত্র দিবস পালন, রাজপথের নাম বদলের পর প্রথম বার কুচকাওয়াজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল