TRENDING:

Al-Falah University: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ফের নজরে আল ফালাহ্ বিশ্ববিদ‍্যালয়! ফরিদাবাদের ২৫ জায়গায় তল্লাশি ইডির

Last Updated:

Al-Falah University: দিল্লির লাল কেল্লা বিস্ফোরণের পর থেকেই তদন্তকারীদের নজরে হরিয়ানার আল ফালাহ্ ইউনিভার্সিটি। মঙ্গলবার দিল্লি-এনসিআর জুড়ে ২৫টি স্থানে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দিল্লির লাল কেল্লা বিস্ফোরণের পর থেকেই তদন্তকারীদের নজরে হরিয়ানার আল ফালাহ্ ইউনিভার্সিটি। মঙ্গলবার দিল্লি-এনসিআর জুড়ে ২৫টি স্থানে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফরিদাবাদ এবং দিল্লি বিস্ফোরণের সঙ্গে যুক্ত তিন চিকিৎসকের সঙ্গে জড়িয়ে রয়েছে আল ফালাহ্ ইউনিভার্সিটির নাম৷ উপরন্তু বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি নিয়েও উঠেছে প্রশ্ন৷ এবার আল-ফালাহ ইউনিভার্সিটির আর্থিক দিক নিয়ে তদন্ত শুরু করেছে ইডি৷
দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ফের নজরে আল ফালাহ্ বিশ্ববিদ‍্যালয়! একাধিক স্থানে তল্লাশি ইডির
দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ফের নজরে আল ফালাহ্ বিশ্ববিদ‍্যালয়! একাধিক স্থানে তল্লাশি ইডির
advertisement

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকদের দল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি এবং অন্যান্য ব্যক্তিদের প্রাঙ্গণে তল্লাশি চালায় বলেই খবর৷ আজ, মঙ্গলবার ভোর ৫ টা থেকেই শুরু হয় এই তল্লাশি অভিযান৷ সংবাদ সংস্থা ANI দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, যে দিল্লির ওখলা (দিল্লি) অফিসে আল-ফালাহ ইউনিভার্সিটিতে তল্লাশি চলছে।

আরও পড়ুন: ভিটামিন সি-এর ভান্ডার, তবু শীতের সেরা ফল কমলালেবু খাওয়ার আগে সাবধান! ভুল সময়ে খেলেই শরীরের সর্বনাশ, কখন খাবেন না জেনে নিন

advertisement

দিল্লির লাল কেল্লার কাছে ১০ নভেম্বর গাড়ি বিস্ফোরণের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন৷ ফলে তদন্তকারীদের প্রতিষ্ঠানিক রেকর্ড, আর্থিক লেনদেন এবং প্রশাসনিক অনুমোদন পরীক্ষা করতে প্ররোচিত করেছে। বিস্ফোরণে জড়িত ডাক্তারদের গ্রেফতারির পর থেকেই নজরে রয়েছে এই বিশ্ববিদ্যালয়৷

আরও পড়ুন: মাত্র ৪ দিনের অপেক্ষা…মঙ্গল-চন্দ্রের মহামিলনে শক্তিশালী মহালক্ষ্মী রাজযোগ! বৃশ্চিক-সহ ৩ রাশির গোল্ডেন টাইম আসছে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সাড়ে তিন বছরের ছোট্ট অভ্রদীপের নাম জ্বলজ্বল করছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে, হতবাক সকলে!
আরও দেখুন

পাশাপাশি ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে স্বীকৃতিই দেয়নি NAAC। দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো মেডিক্যাল কলেজকে নোটিস পাঠাল কেন্দ্রীয় সংস্থা। আল ফালাহ গ্রুপের দুটি কলেজের বিরুদ্ধে জারি করা হয় নোটিস৷ জানা গিয়েছে, মেয়াদ-উত্তীর্ণ স্বীকৃতি পত্র ব্যবহার করছিল বিশ্ববিদ্যালয় দুটি। কারণ দর্শানোর নোটিস জারি করল NAAC। প্রসঙ্গত, আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আল-ফালাহ স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং আল-ফালাহ স্কুল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং-এর জন্য NAAC কর্তৃক ‘A’ রেটিং উল্লেখ করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Al-Falah University: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ফের নজরে আল ফালাহ্ বিশ্ববিদ‍্যালয়! ফরিদাবাদের ২৫ জায়গায় তল্লাশি ইডির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল