এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকদের দল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি এবং অন্যান্য ব্যক্তিদের প্রাঙ্গণে তল্লাশি চালায় বলেই খবর৷ আজ, মঙ্গলবার ভোর ৫ টা থেকেই শুরু হয় এই তল্লাশি অভিযান৷ সংবাদ সংস্থা ANI দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, যে দিল্লির ওখলা (দিল্লি) অফিসে আল-ফালাহ ইউনিভার্সিটিতে তল্লাশি চলছে।
advertisement
দিল্লির লাল কেল্লার কাছে ১০ নভেম্বর গাড়ি বিস্ফোরণের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন৷ ফলে তদন্তকারীদের প্রতিষ্ঠানিক রেকর্ড, আর্থিক লেনদেন এবং প্রশাসনিক অনুমোদন পরীক্ষা করতে প্ররোচিত করেছে। বিস্ফোরণে জড়িত ডাক্তারদের গ্রেফতারির পর থেকেই নজরে রয়েছে এই বিশ্ববিদ্যালয়৷
পাশাপাশি ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে স্বীকৃতিই দেয়নি NAAC। দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো মেডিক্যাল কলেজকে নোটিস পাঠাল কেন্দ্রীয় সংস্থা। আল ফালাহ গ্রুপের দুটি কলেজের বিরুদ্ধে জারি করা হয় নোটিস৷ জানা গিয়েছে, মেয়াদ-উত্তীর্ণ স্বীকৃতি পত্র ব্যবহার করছিল বিশ্ববিদ্যালয় দুটি। কারণ দর্শানোর নোটিস জারি করল NAAC। প্রসঙ্গত, আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আল-ফালাহ স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং আল-ফালাহ স্কুল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং-এর জন্য NAAC কর্তৃক ‘A’ রেটিং উল্লেখ করা হয়েছে।
