এয়ার এশিয়ার বিমান রাঁচি বিমানবন্দরে অবতরণের কয়েক মুহূর্ত আগে ৯:৫০ নাগাদ I5 546 বিমানের আপত্কালীন গেট খোলার চেষ্টা করেন আফতাব আহমেদ নামে এক যুবক। নিজের সিট থেকে উঠে গিয়ে আচমকা গেটটি খোলার চেষ্টা করেন তিনি ৷ কিন্তু সহযাত্রীদের ও বিমানকর্মীদের তৎপরতায় তা সফল হয়নি ৷
অভিযুক্ত যিবক এই কাজে সফল হলে পুরো বিমান ক্ষতিগ্রস্ত হতে পারতো ৷ এয়ার এশিয়া বিবৃতিতে ওই যুবকের এই আচরণের কথা জানিয়ে ৷ ধৃত আফতাব রাঁচিরই বাসিন্দা। হঠাৎ তিনি এরকম আচরণ কেন করেছেন তা এখনও জানা যায়নি ৷
advertisement
Location :
First Published :
July 12, 2017 2:14 PM IST